‘‌অসাংবিধানিকভাবে অর্থে চলছে মা কিচেন’ আয়-ব্যায়ের তথ্য তলব ধনকড়ের

‘‌অসাংবিধানিকভাবে অর্থে চলছে মা কিচেন’ আয়-ব্যায়ের তথ্য তলব ধনকড়ের

কলকাতা: বঙ্গ রাজনীতিতে রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন নয়৷ এবার সংঘাতের ইস্যু রাজ্য সরকারের ‘মা কিচেন’৷ মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পে বাধ সাধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ অসাংবিধানিক অর্থে মা কিচেন চলছে বলে টুইটে অভিযোগ তুললেন তিনি৷ 

আরও পড়ুন-ভোট মুখে বহিরাগত রুখতে সতর্ক পুলিশ, চলছে নাকা চেকিং

এদিন টুইট করে রাজ্যপাল বলেন, ‘‘বেশ কিছু দিন ধরেই দেখছি মা কিচেন চালু রাখতে অসাংবিধানিকভাবে অর্থ ব্যবহার করা হচ্ছে। রাজ্যের রাজ্যপাল হিসাবে ২০২১-এর ৩১ মার্চ পর্যন্ত টাকার উৎস ও ব্যবহার রাজ্যের অর্থ সচিবের কাছ থেকে জানতে চাইছি।’’ প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মা কিচেন’ প্রকল্পে মাত্র ৫ টাকায় খাবার পাওয়া যায়। বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের উদ্বোধন করা হয়েছিল৷ যা বেশ জনপ্রিয় হয়েছে।

 

সম্প্রতি পুরসভা নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  রাজ্যে মা কিচেনের সংখ্যা আরও বাড়ানো হবে। এরপরই মা কেচেনে ব্যবহৃত অর্থ নিয়ে টুইট করেন রাজ্যপাল৷ যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মা কিচেনের বরাদ্দ টাকা, খরচের বিস্তারিত বিবরণ চেয়েছেন অর্থ দফতরের উপদেষ্টা ড. অমিত মিত্রর কাছ থেকে৷ এর জন্য তাঁকে সময়ও বেঁধে দিয়েছেন রাজ্যপাল। সেই সঙ্গে  এক সপ্তাহের মধ্যেই অর্থ দফতরের প্রধান সচিবকে সমস্ত তথ্য জমা দিতে বলা হয়েছে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − four =