ভোট মুখে বহিরাগত রুখতে সতর্ক পুলিশ, চলছে নাকা চেকিং

ভোট মুখে বহিরাগত রুখতে সতর্ক পুলিশ, চলছে নাকা চেকিং

কলকাতা: রাত পোহালেই কলকাতা করপোরেশন ভোট। ইতিমধ্যে শান্তির ভোট সম্পন্ন করতে বদ্ধ পরিকর প্রশাসন৷

সল্টলেক থেকে কলকাতা ঢোকার সমস্ত কানেক্টরে চলছে নাকা চেকিং। কোনও বহিরাগত বা কোনও অসাধু ব্যক্তি যাতে কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশন এলাকায় ঢুকতে না পারে সেজন্য সল্টলেক থেকে কলকাতা ঢোকার এই সমস্ত এক্সিট পয়েন্ট গুলোতে নাকা চেকিং করা হচ্ছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। সল্টলেকের পরিবেশ ভবনের সামনে চলছে নাকা চেকিং৷

ভোটের মধ্যে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশেকে সহযোগিতায় নেমেছে বারুইপুর পুলিশ জেলাও। তাই কলকাতা পুরভোটের প্রাক্কালে কলকাতা সংলগ্ন বারুইপুর পুলিশ জেলার নরেন্দ্রপুর, ভাঙর ও কাশীপুর থানা এলাকার সমস্ত এন্ট্রি পয়েন্টে শুক্রবার রাত ভোর চলল গাড়ি চেকিং এবং নাকা। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু জানান, ভোটের বিষয় মাথায় রেখে এই ব্যবস্থা। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে ভোটের আগে কলকাতায় কোনও কুখ্যাত দুস্কৃতি ঢুকছে কিনা ও কোনও গাড়িতে করে আগ্নেয়াস্ত্র, বোমা বহন করা হচ্ছে কিনা এবং হলে তা আটকাতে এই অভিযান চালানো হয়। পুলিশের এক কর্তা বলেন, ‘‘শনিবার থেকেই শুরু হয়েছে তল্লাশি অভিযান৷ ভোট এবং ভো পরবর্তী হিংসা থামাতে এই অভিযান অব্যাহত থাকবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − sixteen =