হুঁশিয়ারি উপেক্ষা করে ভোট, তৃণমূল কর্মীর ধানের গোলা, মোটর ভ্যান জ্বালিয়ে দিল ISF

হুঁশিয়ারি উপেক্ষা করে ভোট, তৃণমূল কর্মীর ধানের গোলা, মোটর ভ্যান জ্বালিয়ে দিল ISF

হাওড়া:  আইএসএফ-এর হুমকিকে অগ্রাহ্য করে ভোট দেওয়ায় তৃণমূল কর্মীর ধানের গোলা এবং মোটর ভ্যানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল৷ আক্রান্ত হন তৃণমূল কর্মীও৷ হাওড়ার জগৎবল্লভপুরের সুকান্ত পল্লির ঘটনা৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে৷ যদিও আইএসএফ-এর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছে আব্বাসের দল৷ তাদের দবি, এই ঘটনার সঙ্গে তারা কোনও ভাবেই যুক্ত নয়৷ 

আরও পড়ুন- ‘চালাকি হচ্ছে!’ সুজাতার ঘটনায় রেগে লাল মমতা, একহাত বাহিনীকে

প্রসঙ্গত, এদিন ওই তৃণমূল কর্মীকে ভোটে বাধা দেয় আইএসএফ৷ কিন্তু তা অগ্রাহ্য করেই ভোট দেন তিনি৷ এর পরেই চলে হামলা৷ পাশাপাশি আজ বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত হিংসার খবর উঠে আসছে৷ বিভিন্ন জায়গায় প্রার্থীকে মারধর করা হয়েছে৷ এজেন্ট নিয়েও সমস্যা হয়েছে৷ অন্যদিকে, ক্যানিংয়েও তৃণমূলের সঙ্গে আইএসএফ-এর সংঘ৪ষে খবর পাওয়া গিয়েছে৷ সেখানে বোমাবাজিও করা হয়েছে৷ অভিযোগ, গতকাল রাত থেকেই এলাকায় বোম মারার ভয় দেখাচ্ছে আইএসএফ৷ ঘটনার প্রতিবাদে ধরনায় বসেন ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী সওকত মোল্লা৷  কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও বচসায় জড়ান তিনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − twelve =