কালচিনি: মানস ভুঁইয়ার কথা মনে করিয়ে দিয়েছে আজকের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল খাঁর ঘটনা। বাঁশ এবং লাঠি নিয়ে কার্যকর তেড়ে যাওয়া হয়েছে তাঁকে, এদিকে তিনি বিজেপির বিরুদ্ধে আক্রমণ করে বলেছেন, তাঁকে মারার পরিকল্পনা করেছিল তারা। এই ঘটনায় মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের কালচিনি থেকে জনসভা করে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন সুজাতার ঘটনার প্রেক্ষিতে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মী এবং প্রার্থীদের আক্রমণ করা হচ্ছে। কিন্তু এ ব্যাপারে সেইভাবে কোনরকম পদক্ষেপ নিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন। আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল খাঁ তপশিলি প্রজাতির মেয়ে, তাঁকে এই ভাবে আক্রমণ করা হয়েছে, তাঁর নিরাপত্তা রক্ষীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এদিকে খানাকুলের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে মারধর করা হয়েছে। অন্যদিকে, বিভিন্ন বুথে তৃণমূল প্রার্থীদের ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের উদ্দেশ্যে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তিনি আরো জানান, বিধানসভা নির্বাচনে তিন দফা এখনো সম্পন্ন হয়নি তার মধ্যেই এতগুলো খুন হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন যদি এতটাই ভাল হয় তাহলে এই ঘটনা ঘটে কি করে, প্রশ্ন তুলেছেন তিনি। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তাঁর নতুন অভিযোগ, বিভিন্ন বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ঢুকতে দিচ্ছে না তারা, বলা হচ্ছে শুধু বিজেপিকে ঢুকতে দেওয়া হবে! একইসঙ্গে বলেন, সংবাদমাধ্যম একাধিকবার দেখাচ্ছে যে কিভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং কর্মী-সমর্থকদের আক্রমণ করছে বিজেপি। তা দেখেও কার্যত চুপ কেন্দ্রীয় বাহিনী। এই প্রেক্ষিতে সবাই আগত সকলকে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেউ যেন ভয় না পান, সবাইকে জোট বদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে।