ট্রেনে তো সবাই চড়ি, জানেন কি ট্রেনের ফুল ফর্ম কী? জেনে নিন চট করে

ট্রেনে তো সবাই চড়ি, জানেন কি ট্রেনের ফুল ফর্ম কী? জেনে নিন চট করে

কলকাতা: ট্রেন আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে৷ কলকাতার শহরতলী হোক বা বাণিজ্যনগরী মুম্বই, লোকাল ট্রেন তো সাধারণ মানুষের লাইফ লাইন৷ নিত্যদিন অফিস যাত্রা থেকে দূর দূরান্তে ঘুরতে যাওয়া ট্রেনই অধিকাংশ মানুষের সম্বল৷ সারা পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছেন যে কোনও দিন ট্রেনে চাপেননি৷ আমরা সকলেই ট্রেনে যাত্রা করি কিন্তু, কখনও ভেবে দেখেছি কি ট্রেনের অর্থ কী?  প্রশ্নটা শুনে অবাক হচ্ছেন? হতে পারে কিছু মানুষ হয়তো উত্তরটা জানেন৷ তবে চ্যালেঞ্জ করে বলা যেতে পারে যে, অধিকাংশেরই এর উত্তর জানা নেই৷

আরও পড়ুন- ছেড়েছিলেন বিদেশের কাজ, অম্বানী-পুত্রবধূ কিন্তু পরিবারেরও গর্ব, চেনেন কৃশাকে?

ট্রেনকে আমরা অনেকেই রেলগাড়ি নামে চিনি৷ কিন্তু ট্রেন শব্দে অর্থ কিন্তু রেলগাড়ি নয়৷  ট্রেন (Train)-এর ফুল ফর্ম বা সম্পূর্ণ অর্থ হল ট্যুরিস্ট রেলওয়ে অ্যাসোসিয়েশন ইএনসি (Tourist Railway Association Inc) ৷ এবার জেনে গেলেন তো ট্রেনের ফুল ফর্ম৷ এবার  কেউ জানতে চাইলে, চট করে দিতে পারবেন জবাব৷ এবার দেখে নেওয়া যাক ট্রেন সম্পর্কিত আরও বেশ কিছু তথ্য৷ যা আমরা শর্ট ফর্মেই চিনি৷ এদের ফুল ফর্মটা জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি৷ 

যেমন আইআরসিটিসি (IRCTC)-র পুরো অর্থ হল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (Indian Railway Catering & Tourism Corporation) ৷ আইআরএফসি (IRFC)-এর সম্পূর্ণ অর্থ হল ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন (Indian Railway Finance Corporation) ৷ আরকন (IRCON)-এর ফুল ফর্ম হল ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন লিমিটেড (Indian Railway Construction Limited) ৷  আরভিএনএল (RVNL)-এর অর্থ হল রেল বিকাশ নিগম লিমিটেড (Rail Vikash Nigam Limited) ৷ আরডিএসও (RDSO)-র পুরো কথা হল রিসার্চ ডিজাইন স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (Research Design Standard Organization) ৷

এতো গেল কিছু ফুল ফর্ম৷ যাঁরা ঘুরতে ভালোবাসেন তাঁরা ট্রেনের পিছনের বগিতে X চিহ্নটি নিশ্চয় লক্ষ্য করেছেন৷ জানেন কেন থাকে এই চিহ্ন? এর ট্রেনের বগির পিছনে লেখা X -এর অর্থ হল, এটি ট্রেনের শেষ বগি। ট্রেনের নিরাপত্তার কথা মাথায় রেখে শেষ বক্সে সাদা-হলুদ রঙে এই এক্স লেখা থাকে। এই এক্স লেখা চিহ্নটি দেখে স্টেশন মাস্টার বুঝতে পারেন যে পুরো ট্রেনটি চলে গিয়েছে। পাশাপাশি যাত্রীরাও বুঝতে পারেন যে ট্রেনটি প্ল্যাটফর্মের বাইরে চলে গিয়েছে৷ 

স্টেশন মাস্টার যদি এই চিহ্নটি দেখতে না পান তাহলে তিনি বুঝে নেন যে পুরো ট্রেনটি এখনও প্ল্যাটফর্মে আসেনি। এর পিছনের কোচগুলির এখনও আসা বাকি আছে।  এছাড়াও দূরপাল্লার ট্রেনগুলির পিছনের অংশে এখটি ব্লিঙ্ক লাইট লাগানো থাকে। রাতের আঁধারে বা কুয়াশায় সেটি জ্বলতে ও নিভতে দেখা যায়। এর অর্থ সামনে অন্য ট্রেন এগিয়ে যাচ্ছে।