এশীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে ইতিহাস সৌরভদের, কুয়েতকে হারিয়ে প্রথম সোনা জিতল ভারত

এশীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে ইতিহাস সৌরভদের, কুয়েতকে হারিয়ে প্রথম সোনা জিতল ভারত

কলকাতা: এশিয়ান স্কোয়াশ টিম চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতের। ফাইনালে কুয়েতকে ২-০ তে হারাল ভারতীয় দল। সেই সঙ্গে এই প্রথমবার এশিয়ান স্কোয়াশ টিম চ্যাম্পিয়নশিপে সোনা এল ভারতের ঘরে। ভারতীয় দলের  নেতৃত্বে ছিলেন বঙ্গ সন্তান সৌরভ ঘোষাল৷ তাঁর নেতৃত্বেই বিদেশের মাটিতে তেরঙা ওড়াল ভারতের স্কোয়াশ টিম৷ 

আরও পড়ুন- ‘বিরাট প্রতারণা’! কোহলির বিরুদ্ধে ভুয়ো ফিল্ডিংয়ের গুরুতর অভিযোগ আনল বাংলাদেশ

কুয়েতের আলি আরামেজিকে ১১-৫, ১১-৭, ১১-৪-এ হারিয়ে শুরুতেই চমক দেন রমিত ট্যান্ডন। পরে সৌরভ আম্মার আল্টামিমিকে ১১-৯,১১-২,১১-৩-এ পরাজিত করেন। ফলে ম্যাচের স্কোর ২-০৷ 

অভয় সিং ও ফালাহ মহম্মদের মধ্যে তৃতীয় ম্যাচ খেলার আর প্রয়োজন হয়নি৷ কারণ, পর পর দুটি ম্যাচ জিতে যায় রমিত ট্যান্ডন ও সৌরভ ঘোষাল৷ ফলে ম্যাচের ফয়সলা আগেই হয়ে গিয়েছিল। 

প্রসঙ্গত, আগের দু’ বারই রুপো জিতেছিল ভারত। তবে এবার ভারতীয় দলই ছিল একনম্বর বাছাই৷ সেই দাপট দেখা গেল ম্যাচেও৷ সোনা জিতল ভারতীয় দল।

পুল এ-তে সবক’টি ম্যাচই জিতেছিল তাঁরা৷ কাতার, পাকিস্তান, কুয়েত, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপেকে হারানোর পর সেমিফাইনালে মালয়েশিয়াকে ১-২ হারায়৷ 
স্কোয়াশে পুরুষ দল সোনা জিতলেও, ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মহিলা দলকে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − twelve =