‘তোর বেগম মমতা কেমন আছে?’ হোয়াটসঅ্যাপে ‘গেট ওয়েল সুন’ কার্ড পেয়েই বেলাগাম শুভেন্দু

‘তোর বেগম মমতা কেমন আছে?’ হোয়াটসঅ্যাপে ‘গেট ওয়েল সুন’ কার্ড পেয়েই বেলাগাম শুভেন্দু

কলকাতা:  তাঁর ‘মানসিক অবস্থা ঠিক নেই’৷ শুভেন্দু অধিকারীকে ‘গেট ওয়েল সুন’ কার্ড পাঠানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস৷ সেই মতো কার্ড নিয়ে শান্তিকুঞ্জের সামনে পৌঁছে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের ছাত্র–যুব শাখা। আর তাতেই নাকি শান্তি বিঘ্নিত হয়েছে৷ এমন অভিযোগ তুলে সরাসরি ওম বিড়লাকে ফোন করেছিলেন শিশির অধিকারী। কলকাতা হাইকোর্টে মামলা করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা৷ এর পরই বিকল্প হিসাবে হোয়াটসঅ্যাপে তাঁর সুস্থতা কামনা করে কার্ড পাঠানো শুরু করে তৃণমূল। তাতেই মেজাজ হারালেন শুভেন্দু৷ অশালীন ভাষায় জবাব দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। ঠিক কী লিখেছেন তিনি? স্ক্রিনশট শেয়ার করল তৃণমূল৷

আরও পড়ুন- গুরুতর অভিযোগ নিশীথের বিরুদ্ধে, জারি হল গ্রেফতারি পরোয়ানা

 তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুভেন্দু অধিকারীকে ধারাবাহিকভাবে হোয়াটসঅ্যাপ করা হচ্ছে। সেখানে লেখা হচ্ছে, ‘আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন’। অনেকেই নাকি বেনামে তাঁর সুস্থতা কামনা করে কার্ড পাঠিয়েছেন! গোলাপ ফুলের ছবি দেওয়া সেই কার্ড লেখা রয়েছে, ‘‘লোডশেডিং এমএলএ শুভেন্দুর দ্রুত সুস্থতা কামনা করি।’’ আর এইসব কার্ড, হোয়াটসঅ্যাপ পেয়েই চটেছেন বিরোধী দলনেতা। অশালীন ভাষায় তার জবাবও দিয়েছেন।

সুদীপ রাহার দাবি, ‘‘ রাজ্যের বিরোধী দলনেতার আচরণ ঠিক লোফারদের মতো৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অশালীন ভাষায় আক্রমণ করছেন, তার বিচার হওয়া উচিত’। এদিকে, শুভেন্দু অধিকারীর অশালীন জবাব একেবারে সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘ওঁর মানসিক সমস্যা হচ্ছে। সোমবার বিকেলে রাজভবন থেকে বেরনোর পর সাংবাদিকদের উনি বলেছিলেন, তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম, খালা ইত্যাদি বলে সম্বোধন করেননি। কিন্তু, সন্ধ্যেবেলায় উনি কী জবাব দিয়েছেন দেখুন।’ এর পরেই অভিষেক একটা হোয়াটস্যাপ চ্যাটের প্রিন্ট আউট বার করে দেখান। অভিষেকের দাবি, শুভেন্দুকে একজন হোয়াটসঅ্যাপে লিখেছিলেন, আপনার সুস্থতা কামনা করি। জবাবে উনি লিখেছেন, ‘তোর বেগম মমতা কেমন আছে?’ অভিষেক আরও জানান, শুভেন্দুকে এক মহিলা টেক্সট করে লিখেছিলেন, আপনার মানসিক সুস্থতা কামনা করি। এর জবাবে শুভেন্দু তাঁকে লেখেন, ‘তোর বর কয়লা ভাইপোর চোখ ঠিক হল?’