লাহোর: বিতর্ক যেন তাঁর নিত্যসঙ্গী৷ বারবার তিনি উঠে এসেছেন বিতর্কের শিরোনামে৷ ফের একবার শিরোনাম কাড়লেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেট তারকা ইমরান খান৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে। তাতে যে পুরুষ কণ্ঠটি শোনা গিয়েছে, সেটি ইমরান খানের বলে দাবি করা হয়েছে। এবং ওই ব্যক্তি নাকি দু’জন মহিলার সঙ্গে ফোন সেক্স করছিলেন৷ তেমনটাই অভিযোগ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ইমরান৷ ওই অডিয়ো ক্লিপ দুটি ভুয়ো বলে দাবি করেছে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ৷
আরও পড়ুন- ৩ মাসে সংক্রমিত হতে পারে ৬০%! ফের করোনা বিস্ফোরণের আশঙ্কা
চলতি বছরই পাকিস্তানের মসনদ থেকে সরতে হয়েছে ইমরানকে৷ এর পর থেকে একের পর এক বিতর্কে জড়িয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তাঁর উপর হামলাও হয়েছে৷ সেই ধাক্কা সামলে ধীরে-ধীরে ছন্দে ফিরছিলেন। এরইমধ্যে ফের বিতর্ক৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে (যার সত্যতা যাচাই করেনি আজ বিকেল.কম)৷ বিভিন্ন মহলের দাবি, ওই অডিয়ো ক্লিপে যে ব্যক্তির কণ্ঠস্বর শোনা গিয়েছে, তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। যিনি কিনা দুই মহিলার সঙ্গে ‘ফোন সেক্স’ করছেন বলে দাবি৷
কয়েকজন পাকিস্তানি সাংবাদিকও ওই অডিয়ো ক্লিপে শোনা কণ্ঠস্বরটি প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের বলেই দাবি করেছেন। পাকিস্তানি সাংবাদিক মনসুর আলি খান ফেসবুক ভিডিয়োয় দাবি করেছেন, দুটির মধ্যে একটি অডিয়োয় যে মহিলার কণ্ঠস্বর ছিল, তিনি তা জানতে পেরেছেন। পাশাপাশি ওই অডিয়োয় যে ব্যক্তির গলা শুনতে পাওয়া গিয়েছে, তিনি ‘বড়’ মাপের একজন বলেও দাবি করেছেন৷ তবে ওই ব্যক্তির পরিচয় গোপন রেখেছেন তিনি।
তবে তেহরিক-ই-ইনসাফের দাবি, ওই ভাইরাল ক্লিপে যে ব্যক্তির কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তিনি ইমরান খান নন। ওই অডিয়ো ক্লিপটি ভুয়ো৷ আবার পাকিস্তানের এক সাংবাদিক সৈয়দ সমীর আব্বাসের দাবি, ‘এই অডিয়োটি ডাবিং করা হয়েছে।’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>