পুলিশের মেরুদণ্ড ফের সোজা করে দেব, মমতাকে বিঁধে হুঙ্কার দিলীপের

পুলিশের মেরুদণ্ড ফের সোজা করে দেব, মমতাকে বিঁধে হুঙ্কার দিলীপের

কলকাতা: ভোট মরশুমে সাঁড়াশি চাপে পুলিশ৷ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপি৷ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনের রাজনীতিকরণ করেছেন বলে এতদিন বারবার নিশানা করেছে বিজেপি৷ আর ভোট শুরু হতেই মমতার পাল্টা তোপ, পুলিশ বিজেপি হয়ে গিয়েছে৷ রাজ্য পুলিশের বহু কর্তা বিকিয়ে গিয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি৷ বলেছেন, কারো কাছে মাথা নত করবেন না৷ এবার পুলিশের কথা দিলীপ ঘোষের গলায়৷ তিনি বললেন পুলিশের ভেঙে যাওয়া মেরুদণ্ড সোজা করে দেব৷ 

আরও পড়ুন- বড় নেত্রীকে বড় ব্যবধানে হারাতে হবে! প্রার্থীদের আত্মবিশ্বাস বাড়ালেন শাহ

রবিবাসরীয় দুপুরে একটি জনসভা থেকে দিলীপ ঘোষ বলেন, প্রতি পাঁচ বছর অন্তর অন্তর রাজ্যে পঞ্চায়েত ভোট, পুর ভোট হবে৷ এখানকার মানুষ ভোট দেবে৷ কোনোও বন্দুকের আওয়াজ হবে না৷ কেউ ভোটে বাধা দেবে না৷ এখানকার পুলিশ নির্বাচন করবে, কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হবে না৷ নাম না করেই মমতাকে নিশানা করে বঙ্গ বিজেপি সভাপতি বলেন, যে পুলিশের মেরুদণ্ডটা আপনি ভেঙে দিয়েছেন, সেই মেরুদণ্ডটা আমরা সোজা করে দেব৷ প্রয়োজনে ফাইবারের মেরুদণ্ড লাগিয়ে দেব৷ পুলিশ সোজা হয়ে দাঁড়াবে৷ পুলিশের চোখে চোখ রাখার হিম্মত কারও হবে না৷ পুলিশকে কেউ চমকাতে পারবে না৷ পুলিশের উর্দি আর অশোকস্তম্ভের সম্মান আমরা ফিরিয়ে দেব৷ যেটা উত্তরপ্রদেশ-বিহারে হয়েছে৷ সে কারণেই সেখানে জঙ্গলরাজ শেষ হয়েছে৷

আরও পড়ুন- অজ্ঞাত পরিচয়রা হামলা করে! তুষ্টিকরণের সীমা ছাড়িয়েছেন মমতা: অমিত শাহ

তাঁর কথায়, এবারের নির্বাচন বাংলার ভবিষ্যৎ তৈরির নির্বাচন৷ বাংলার ঐতিহাসিক পরিবর্তন হবে৷ এই পরিবর্তনের পর হাসপাতালে চিকিৎসক পাবেন, থানায় পুলিশ এফআইআর নেবে৷ বাচ্চারা স্কুলে গেলে শিক্ষক পাবে৷ সময়ে রেশন পাবেন৷  ভাতাও পাবেন৷ রাজ্যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =