অজ্ঞাত পরিচয়রা হামলা করে! তুষ্টিকরণের সীমা ছাড়িয়েছেন মমতা: অমিত শাহ

অজ্ঞাত পরিচয়রা হামলা করে! তুষ্টিকরণের সীমা ছাড়িয়েছেন মমতা: অমিত শাহ

শান্তিপুর: গতকালের শীতলকুচির ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেস সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছে। এই ইস্যুতে এদিন শান্তিপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবারো মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে তুষ্টিকরণের অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি তিনি এও বললেন, ওই বুথেই সকালে আনন্দ বর্মনের মৃত্যু হয়েছিল, সেই নিয়ে একটা প্রশ্ন তুলছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল ঘটনাটি কী হয়েছিল সেই প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কিছু অজ্ঞাত পরিচয় লোকেরা বাহিনীর ওপর হামলা চালিয়েছিল। তারপর কেন্দ্রীয় বাহিনীর বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। সেই সময়ে নিজেদের এবং হাতিয়ার বাঁচানোর জন্য গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক কিন্তু ওই বুথেই সকাল বেলা আনন্দ বর্মনকে খুন করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বলে মন্তব্য করেন শাহ। এই প্রেক্ষিতে তাঁর প্রশ্ন, কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে কোনো মন্তব্য করছেন না। একইসঙ্গে তিনি এদিন ফের দাবি করেন, বাংলায় তুষ্টিকরণ চূড়ান্ত পর্যায়ে নিয়ে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে তিনি এখন উস্কানি দিয়ে বাংলায় অশান্তি তৈরি করার চেষ্টা করছেন। এর পাশাপাশি আনন্দ বর্মনকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন অমিত শাহ।

এদিন আবার কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গতকাল কোচবিহারে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে নির্বাচন কমিশনে। মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী কোন রাজনৈতিক দল সাংবিধানিক নিয়মের বাইরে কোনো রকম কাজ করতে পারে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেস ক্রমাগত যে ধরনের কাজ করে যাচ্ছে তা একেবারে সংবিধান বিরোধী। সেই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দলের স্বীকৃতি খারিজ করার আবেদন করা হয়েছে নির্বাচন কমিশন বলে জানান মুক্তার আব্বাস নাকভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 8 =