দুর্বল এজেন্ট চাই না, নন্দীগ্রামের ঘটনা প্রসঙ্গে খোঁচা মমতার, লড়াই করলেই পুরস্কারের আশ্বাস

দুর্বল এজেন্ট চাই না, নন্দীগ্রামের ঘটনা প্রসঙ্গে খোঁচা মমতার, লড়াই করলেই পুরস্কারের আশ্বাস

দিনহাটা: গুরুবারে হাইভোল্টেজ নন্দীগ্রামের মেগা ফাইটের মধ্যে অন্যতম শিরোনাম হয়ে উঠেছিল তৃণমূলের পোলিং এজেন্ট মৃণালকান্তি জানা৷ যিনি বিজেপি’র হুমকির ভয়ে বুথেই গেলেন না৷ চোখের জলে পুলিশকে ফেরান তাঁর মা ও স্ত্রী৷ যাঁরা বলেছিলেন, এখন সবাই আছে, কিন্তু পুলিশ চলে গেলে কী হবে, তার কোনও ভরসা নেই৷ তাই ছেলেকে ছাড়তে পারব না৷ এই খবর নজর কেড়েছিল গোটা বাংলার৷ নন্দীগ্রামে সেই ‘প্রেস্টিজ ফাইটে’র পর আজ প্রচারের ময়দানে নেমে এজেন্ট ইস্যু নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন- নন্দীগ্রাম থেকে হারছেন দিদি, উত্তরবঙ্গ থেকে হুঙ্কার দিলেন অমিত শাহ

শুক্রবার দিনহাটার সভা থেকে দলীয় কর্মীদের লড়াইয়ের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো৷ আশ্বস্ত করে বললেন, ‘‘আমি মরে যাইনি৷ চুরি পরেও ঘরে বসে নেই৷ তাই সব জাতি মিলে রুখে দাঁড়াতে হবে৷ যারা বলছে বিজেপি মারছে বলে এজেন্ট থাকব না, সেই এজেন্টের আমার দরকার নেই৷ যদি কোনও মহিলা শক্তিশালী হয় আর এজেন্ট হয়ে বিজেপি’র বিরুদ্ধে লড়াই করে, তাহলে তাঁকেই এজেন্ট করব৷ তাঁকে আমি পুরষ্কৃত করব৷ আমি দুর্বল ছেলেমেয়ে চাই না৷’’ তিনি বলেন, ওদের সঙ্গে লড়াই করতে হলে সাহস দিয়ে লড়তে হবে৷ ওদের হাতে টাকা আছে, গুন্ডা-মস্তান আছে, বোমা-বন্দুক আছে, অমিত শাহ আছে৷ যিনি দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাতে দাঙ্গা করেছিলেন৷ এখন বাংলায় অত্যাচার করছে৷ আমি একা৷ আমার বিরুদ্ধে লড়তে এক লক্ষ নেতা আসছে৷ কোটি কোটি টাকা দিয়ে হেলিকপ্টার, হোটেল, গাড়ি ভাড়া করছে৷ অসমের ভোট মিটলে সেখান থেকেও লোক আনবে৷ হুঁশিয়ারি তাঁর৷

আরও পড়ুন- দীপক হালদারের উপর হামলা, বিজেপি’র বিক্ষোভে উত্তপ্ত ডায়মন্ডহারহার

দিনহাটার ভোট ময়দানে মুখোমুখি টক্করের ডাক দিয়ে মমতা বলেন, আগের দিন ওরা গ্রামে গ্রামে ঘুরে ভয় দেখালে, তোমরাও ঘুরবে। আমি দেখবে কে গ্রেফতার করে। এই নির্বাচনে আমাদের জিততেই হবে৷ লোকসভায় ভোটে জিতেও বিজেপি কিছু করেনি৷ এখন সাংসদ থেকে বিধায়ক হতে এসেছে৷ তাই খেলা হবে৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =