‘আমি ভগবান নই, শয়তান’! মামলাকারীকে কেন এমন বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

‘আমি ভগবান নই, শয়তান’! মামলাকারীকে কেন এমন বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

কলকাতা: তিনি অসহায়ের মসিহা৷ ন্যায়দণ্ড হাতে নিয়ে দিয়েছেন একের পর এক তাৎপর্যপূর্ণ রায়৷ তাঁর নির্দেশে জালে ধরা পড়েছে রাঘববোয়ালরা৷ তাঁর এই মেজাজ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে৷ যাঁকে ন্যায়প্রার্থীরা ভগবানের আসনে বসিয়েছেন, সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ‘শয়তান’? হ্যাঁ, নিজেকে নিয়ে এমনটাই বললেন তিনি৷ সোমবার একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমি বদলে গিয়েছি। আগের মতো নেই। ভগবান থেকে শয়তান হয়ে গিয়েছি।’’ 

আরও পড়ুন- প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন, ফের শহরে আতঙ্ক

এদিন প্রাথমিক নিয়োগ নিয়ে অনিয়মের একটি মামলার শুনানি চলছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস। হঠাৎই শুনানির সময় উপস্থিত হন এক মহিলা। ওই মহিলা হাজির হন অন্য একটি মামলায় বিচারের আশায়৷ ওই মহিলা সটান বিচারপতির দিকে এগিয়ে যান। অসহায় ভাবে তিনি বলেন, ‘‘ধর্মাবতার আমার কথা একটু শুনুন। আপনিই ভরসা।’’

তাঁর কথা শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘এখন তো আপনার মামলার কোনও উল্লেখ নেই। আর তা ছাড়া এ ভাবে বলছেন কেন? এ ভাবে কি মামলা করা যায়?’’ করুন মুখে ওই মহিলা বলেন,  ‘‘বঞ্চিত হয়ে অনেক বছর ধরে ঘুরছি। কয়েক বার আত্মহত্যা করার চেষ্টাও করেছি৷ কিন্তু সন্তানের মুখ চেয়ে করতে পারিনি। এর আগে মামলা করেও কোনও লাভ হয়নি। আপনি সাহায্য করুন। আপনাকে আমরা ভগবানের মতো দেখি।’’

এর পরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমি আর আগের মতো নেই। আর আমি ভগবান-টগবান নই। আমি শয়তান হয়ে গিয়েছি। ভগবান থেকে শয়তান!’’ এই কথা শুনে কিছুটা হকচকিয়ে উঠে ওই মহিলা বলেন, ‘‘ এ ভাবে বলবেন না! আপনি দেশের জন্য যা করেছেন, তা অতুলনীয়। আপনাকে অনেক ধন্যবাদ।’’ 

বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই মহিলার কাছে তাঁর মামলার নম্বর জানতে চান৷ বলেন, মমালার নম্বর দিয়ে যান, বুধবার বিষয়টি দেখতে পারি। একথা শোনার পর এজলাস ছেড়ে বেরতে যান ওই মহিলা৷ সেই সময় পা পিছলে পড়ে যান তিনি। কয়েক জন আইনজীবী এসে তাঁকে ধরেন। ওই মহিলা জানান, তাঁর মাথা ঘুরে গিয়েছিল৷ সেই কারণেই তিনি পড়ে গিয়েছিলেন। এর পর ধীরে ধীরে এজলাস ছেড়ে বেরিয়ে যান তিনি৷ সেই সময় তাঁকে উদ্দেশ্য করে  বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘সাবধানে যান। মামলা হবে। চিন্তা করবেন না।’’

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস মানেই চোখা চোখা শব্দবাণ৷ আর কড়া নির্দেশ৷ সম্প্রতি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব৷ তাঁর এই মন্তব্য ঘিরে তুমুল সমালোচনা হয়৷ পরে নিজের মন্তব্য প্রসঙ্গে দুঃখপ্রকাশ করেন তিনি৷