মোষের গাড়িতে পাচারের চেষ্টা! অনুব্রত গড়ে পুলিশি অভিযানে উদ্ধার টন টন কয়লা

মোষের গাড়িতে পাচারের চেষ্টা! অনুব্রত গড়ে পুলিশি অভিযানে উদ্ধার টন টন কয়লা

af22bd0cdefda2d96ca83570d2c54eb7

দুবরাজপুর: অনুব্রতহীন বীরভূমে ফের সক্রিয় পাচার চক্র৷ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোর রাতে সদাইপুর থানার রেঙ্গুনি গ্রামের রাস্তায় ৬টি মোষের গাড়ি আটক করে পুলিশ৷ ওই গাড়িগুলি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অবৈধ কয়লা৷ 

আরও পড়ুন- ১৫ কোটি নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়! জেরায় ইডি’র কাছে বিস্ফোরক দাবি কুন্তলের

পুলিশ সূত্রে খবর, ওই মোষের গাড়িগুলি করে কয়লা পাচার করা হচ্ছিল। সেই গাড়িগুলি থেকে প্রায় ১২ টন কয়লা উদ্ধার হয়েছে। তবে পুলিশকে দেখেই সেখান থেকে পালিয়ে যায় মোষের গাড়ির চালক-সহ ‘পাচারকারী’রা। ঘটনাচক্রে, গরু পাচার মামলায় বীরভূম জেলারই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুরের সালুঞ্চি গ্রাম থেকে সদাইপুর এলাকা হয়ে সিউড়ির দিকে যাচ্ছিল ৬টি মোষের গাড়ি। গোপন সূত্রে তদন্তকারীরা জানতে পারেন, ওই মোষের গাড়িগুলি করে কয়লা পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই রেঙ্গুনি গ্রামের রাস্তায় ওত পেতে ছিল পুলিশ।

এর আগেও প্রচুর অবৈধ কয়লা আটক করেছিল সদাইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন সময় বড় ট্রাক, ট্র্যাক্টর, পিক আপ ভ্যান, মোষের গাড়ি, মোটরবাইক থেকে উদ্ধার হয়েছে কয়লা। কখনও জাতীয় সড়ক দিয়ে কখনও আবার গ্রামের রাস্তা বেছে নিয়েছেন পাচারকারীরা।