‘আমি ভোট না পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে বসবেন না!’ বেফাঁস তৃণমূল বিধায়ক

‘আমি ভোট না পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে বসবেন না!’ বেফাঁস তৃণমূল বিধায়ক

 পাঁচলা: তিনি ফের বিধায়ক না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ও আর নবান্নে বসবেন না! দলীয় কর্মিসভায় এহেন মন্তব্য করে বিতর্কে জড়ালেন পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশন মল্লিক। তাঁর এই মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে৷ যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজবিকেল৷ 

আরও পড়ুন- উঠল অবরোধ, বয়কট জারি! ‘হাই কোর্টের সম্মান নষ্ট করবেন না,’ বার্তা বিচারপতি মান্থার

সামনেই পঞ্চায়েত ভোট৷ তার আগে আসরে নেমে পড়েছে প্রায় সব কটি রাজনৈতিক দল৷ পিছিয়ে নেই তৃণমূল৷ জেলায় জেলায় রাজ্য সরকারের নানাবিধ প্রকল্পের কথা ছড়িয়ে দিয়ে পৌঁছে যাচ্ছেন দিদির দূত৷ এরই মধ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কর্মীদের চাগাতে গিয়ে পাঁচলার তৃণমূল বিধায়ক বলেন, ‘‘.. আমি যদি ভোট না পাই, তাহলে সন্ন্যাস নিয়ে নেব। পাঁচলায় আমি যদি ক্ষমতায় না আসি তাহলে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ও বসবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *