Aajbikel

উঠল অবরোধ, বয়কট জারি! ‘হাই কোর্টের সম্মান নষ্ট করবেন না,’ বার্তা বিচারপতি মান্থার

 | 
রাজা শেখর মান্থা

কলকাতা: টানা দু’দিন বিক্ষোভের পর অবশেষে অবরোধ উঠল কলকাতা হাই কোর্টে। তবে জারি রয়েছে বয়কট। বুধবারও তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ বয়কট চালিয়ে যাচ্ছেন বলে আদালত সূত্রে খবর৷ তবে আজ সকাল থেকে স্বাভাবিকভাবেই বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। গত কয়েক দিন ধরে আদালতে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল তা নিয়ে সতর্ক করেছেন বিচারপতি৷ আদালতের সম্মান যাতে ক্ষুন্ন না হয়, তা নিশ্চিত করতে কড়া বার্তা দিয়েছেন বিচারপতি৷

আরও পড়ুন- বাইকে প্রেম, বাইক চড়েই বিয়ে! আছে আরও চমক, অভিনব বিয়ে দেখল ক্যানিং

গত সোমবার বিচারপতি মান্থার এজলাস বয়কট করেন তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ৷ প্রতিবাদ জানান বাকি আইনজীবীদের একাংশ৷ এই বয়কট ঘিরে আইনজীবীদের মধ্যে হাতাহাতি পর্যন্ত বেধে যায়। কলকাতা হাই কোর্টের ১৩ নম্বর আদালত কক্ষ বন্ধ থাকা নিয়ে প্রতিবাদ জানিয়ে আইনজীবীদের একাংশ। তাঁরা জোর করে এজলাসে ঢুকতে গেলে বাধা দেন তৃণমূলপন্থী আইনজীবীরা। দু’পক্ষের মধ্যে হাতাহাতিতে ধুন্ধুমার কাণ্ড বাধে হাই কোর্টে। এই ঘটনার পরই শুরু হয় অবরোধ। বুধবার অবশ্য অনেকটাই স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি। সকাল সাড়ে ১০টায় শুরু হয় আদালতের কাজ৷

মঙ্গলবার বিকেলে আদালত অবমাননার রুল জারি করা হয়৷ এর পর থেকেই মান্থার এজলাসের বাইরে জমায়েত উঠে যায়। স্বাভাবিক নিয়মেই শুরু হয় বিচারপর্ব। তবে আদালত সূত্রে জানা গিয়েছে, তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ এখনও বয়কট চালিয়ে যাচ্ছেন। গত ২ দিন আইনজীবীদের এই বয়কটের জেরে প্রায় ৫০০-র বেশি মামলার শুনানি সম্ভব হয়নি। আদালতে এসে ফিরে যেতে হয়েছে বিচারপ্রার্থীদের।

বুধবার কলকাতা হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসুমল্লিকের উদ্দেশে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ‘‘আপনাদের অনুরোধ করছি, এভাবে আদালতের সম্মান নষ্ট করবেন না। শুধুমাত্র আমার এজলাস নয়, অন্য কোনও বিচারপতির ক্ষেত্রেও এমন ঘটনা না ঘটে। দয়া করে সে বিষয়ে নজর রাখুন।’’

Around The Web

Trending News

You May like