আজ থেকে টানা ১৪ দিন, ৪-৫ ঘণ্টা বন্ধ থাকবে হাওড়া-বর্ধমান শাখার ট্রেন, সমস্যায় যাত্রীরা

আজ থেকে টানা ১৪ দিন, ৪-৫ ঘণ্টা বন্ধ থাকবে হাওড়া-বর্ধমান শাখার ট্রেন, সমস্যায় যাত্রীরা

কলকাতা: হাওড়া-বর্ধমান শাখার যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর৷ আজ, শুক্রবার থেকে টানা দু সপ্তাহ হাওড়া-বর্ধমান  মেইন শাখায় ট্রেন চলাচল প্রতিদিন কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

আরও পড়ুন- স্কুলে প্রধান শিক্ষকের প্রবেশ রুখতে সশস্ত্র পুলিশ প্রহরার নির্দেশ কলকাতা হাইকোর্টের

আজ থেকেই শুরু হয়ে আগামী ২৬ মে পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা করে মেনলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে৷ পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। যার জেরে সমস্যায় পড়তে হবে নিত্যযাত্রীদের। হাওড়া-বর্ধমান শাখায় তৃতীয় লাইন নির্মাণের জন্যই আগামী ১৪ দিন ট্রেন চলাচল দিনে চার ঘণ্টা করে বন্ধ রাখা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। এর পর আগামী ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত দুদিন টানা ব্যাণ্ডেল জংশনের রেললাইনের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলেও  বিজ্ঞপ্তিত প্রকাশ করেছে রেল। ফলে এখন থেকে সমস্যায় পড়তে হবে ব্যান্ডেল থেকে যাতায়াতকারীর রেলের নিত্যযাত্রীদের৷ এই সমস্যার জেরে ইতিমধ্যে ৬৮টি লোকাল ট্রেন এবং ১২টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। বদল করা হচ্ছে বেশ কিছু ট্রেনের রুট।