এই টিকাতেই জব্দ হবে ডেল্টা ভ্যারেয়েন্ট, আশায় দেশ

এই টিকাতেই জব্দ হবে ডেল্টা ভ্যারেয়েন্ট, আশায় দেশ

নয়াদিল্লি:  করোনা পরিস্থিতি সমগ্র মানব জাতির দিকে একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে৷ পরিস্থিতি মোকাবিলায় আরও শক্তিশালী ভ্যাকসিনের আশায় রয়েছে চিকিৎসা মহল৷ কারণ করোনার নতুন রূপের বিরুদ্ধে হাতে থাকা ভ্যাকসিন কতটা কার্যকর হবে তা নিয়ে অনেকেই সন্দিগ্ধ৷ তবে হায়দরাবাদি সংস্থা ভারত বায়োটেক তৈরি নাসাল ভ্যাকসিন গেম চেঞ্জার হতে পারে বলে মনে করা হচ্ছে৷ সেই সঙ্গে যাঁদের ইঞ্জেকশনে ভয়, তাঁদের কাছে এটি খুবই জনপ্রিয় হবে৷ 

আরও পড়ুন- ওনাম উৎসবের পর কেরলে বাড়ল করোনা সংক্রমণ

ইতিমধ্যেই ভারতের প্রথম নাসাল কোভিড ভ্যাকসিন দ্বিতীয় ও তৃতীয় ক্লিনিক্যাল পর্যায়ের ট্রায়ালের অনুমোদন পেয়েছে৷ ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এই ছাড়পত্র দিয়েছি৷ এই টিকা নাকে স্প্রে করা হবে৷ এর ফলে ভ্যাকসিন সরাসরি  ফুসফুস, নাক, গলা-সহ শ্বাসনালীতে পৌঁছবে। মারণ করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষার জন্য বর্তমানে বিশ্বব্যাপী যেসব ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে, সেগুলি ইন্ট্রামাসকুলার৷ অর্থাৎ এগুলি পেশীর গভীরে পৌঁছে দেওয়া হয়। এই পদ্ধতি খুবই স্বাভাবিক৷ যার ফলে ওষুধ দ্রুত রক্তে মিশে যায়৷ কিন্তু নাসাল ভ্যাকসিনের ডোজ পেশীর মধ্যে না দিয়ে নাকের মধ্যে দিয়ে সরাসরি শ্বাসযন্ত্রে পৌঁছে যাবে৷ 

আরও পড়ুন- কোভিডের নয়া প্রজাতি বাতাসেও সংক্রমণ ছড়াবে!

BBV154 হল একটি ইন্ট্রানাসাল রেপ্লিকেশন-ডেফিসিয়েন্ট শিম্পাঞ্জি অ্যাডেনোভাইরাস SARS-CoV-2 ভেক্টর টিকা। সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ভারত বায়োটেকের ইন-লাইসেন্সপ্রাপ্ত প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে বলে দাবি।  এই পদ্ধতিতে ভ্যাকসিন নেওয়াও সহজ হবে৷  আর ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এই  টিকা কার্যকর বলে দাবি করা হচ্ছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 17 =