কোভিডের নয়া প্রজাতি বাতাসেও সংক্রমণ ছড়াবে!

কোভিডের নয়া প্রজাতি বাতাসেও সংক্রমণ ছড়াবে!

নয়াদিল্লি: করোনার তৃতীয় ঢেউ আসার আগেই ফের উদ্বেগ বাড়াল এক গবেষণা রিপোর্ট। কোভিডের নয়া প্রজাতি থেকে বাতাসেও সংক্রমণ ছড়াতে পারে ৷ মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, কোভিডের আলফা ভ্যারিয়েন্টে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সংক্রমিত হয়েছেন বাতাসে উপস্থিত ভাইরাস থেকেই৷ একই সম্ভাবনা দেখা গিয়েছে ভারতে পাওয়া ‘ডেল্টা’, দক্ষিণ আফ্রিকায় ‘বিটা’ ও ব্রাজিলের ‘গামা’ প্রজাতির ক্ষেত্রেও।

মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, টিকাকরণ ও সঠিকভাবে মাস্ক পরলে করোনার নতুন প্রজাতির বাতাসে বিচরণ রোধ করা সম্ভব হবে৷ তাঁদের মতে, মাস্ক পরলে বাতাস থেকে নয়া প্রজাতির মাধ্যমে সংক্রমণ ৭৭ শতাংশ পর্যন্ত রোধ করা যেতে পারে। যদিও এই নতুন গবেষণা রিপোর্টের তথ্যে উদ্বেগের অবকাশ থেকেই যাচ্ছে। যদিও করোনার নতুন প্রজাতি বায়ুবাহিত কি না, এ প্রসঙ্গে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০২০ সালে এই নিয়ে দুশোরও বেশি বিজ্ঞানী হু-কে চিঠি লেখেন৷ ২০২১ সালের মে মাসে হু সেই সম্ভাবনা নস্যাৎ না করে জানায়, ‘করোনা সংক্রমণ ছড়ানোর জন্য বাতাসও উপযুক্ত হতে পারে। তবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আলোচনার প্রয়োজন।’ 
  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 7 =