কেমন আছে তাঁর পায়ের চোট? কতটা সুস্থ এখন? জানালেন খোদ মমতা

কেমন আছে তাঁর পায়ের চোট? কতটা সুস্থ এখন? জানালেন খোদ মমতা

নদীয়া:  গত ১০ মার্চ নন্দীগ্রামে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর গ্রিন করিডর করে তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে৷ সেখানেই চিকিৎসা হয় তাঁর৷ প্লাস্টার করা হয় পায়ে৷ কিন্তু দু’দিন বিশ্রাম নেওয়ার পরই তিনি ফের নেমে পড়েন ময়দানে৷ ভাঙা পায়ে হুইল চেয়ারে বসেই শুরু করেন প্রচার যুদ্ধ৷ তবে থেকে জেলায় জেলায় ঘুরে প্রচার চালাচ্ছেন৷ কিন্তু কেমন আছে তাঁর পা? এদিন নিজে তা জানালেন তৃণমূল নেত্রী৷ 

আরও পড়ুন- আইকোর মামলা: তলব করা হল মানস ভুঁইয়া এবং মদন মিত্রের পুত্রকে

মমতা বলেন, এক মাস ধরে আমার একটা পায়ে চোট রয়েছে৷ আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেলেও আরও কিছু দিন লাগবে সম্পূর্ণ সুস্থ হতে৷ গোঁড়ালিতে সমস্যা রয়েছে বলে দাঁড়াতে অসুবিধা হয়৷ তবে ৭৫ শতাংশ ভালো হয়ে গিয়েছে৷ এক মাস ধরে আপনাদের পায়ের দিকে তাকিয়েই আমি চোট নিয়েও কাজ করে গিয়েছি৷ মা-বোনেদের দুটো পা আমাকে শক্তি জুগিয়েছে৷ তাঁরা আমাকে ভালোবাসা দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে৷ সে কারণেই আমি কাজ করতে পেরেছি৷ সে জন্য সকলকে কৃতজ্ঞতাও জানান তৃণমূল সুপ্রিমো৷ 

আরও পড়ুন- বহিরাগত গুণ্ডারা বাংলায় কোভিড ছড়াচ্ছে, নরেন্দ্র মোদীকে হুঙ্কার মমতার

তিনি বলেন, মা-বোনেরা কোনও দিন নিজেদের দিকে তাকায় না৷ সবটাই সংসারের জন্য খরচা করে দেয়৷ মায়েরাই সংসারের দণ্ডমুণ্ডের কর্তা৷ মায়েরা স্নেহ-ভালোবাসা দিয়ে তৈরি হয়৷ কিন্তু মায়েদের নিজেদের কাছে কিছুই থাকে না৷ আগে একটা করে লক্ষ্মীর ঝাঁপি থাকত৷ নরেন্দ্র মোদী নোট বন্দীর নামে সেটাও কেড়ে নিয়েছে৷ সে কারণেই তৃণমূল সরকার জিতলে তফশিলি মা-বোনেদের এক হাজার টাকা করে এবং জেনারেল কাস্টের মহিলাদের ৫০০ টাকা করে দেওয়া হবে৷ এই প্রকল্পের নাম দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 1 =