আইকোর মামলা: তলব করা হল মানস ভুঁইয়া এবং মদন মিত্রের পুত্রকে

আইকোর মামলা: তলব করা হল মানস ভুঁইয়া এবং মদন মিত্রের পুত্রকে

55b2e3eb0941c23cc424548d3c5dc698

কলকাতা: আইকোর চিটফান্ড মামলায় এবার তলব করা হল তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া এবং মদন মিত্রের ছেলেকে। আগামী সোমবার অর্থাৎ ১৯ এপ্রিল সিজিও কমপেক্সে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে মানস ভুঁইয়াকে। একইসঙ্গে সেদিন হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে বেহালা পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ চট্টোপাধ্যায় এবং কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্তকে। ২৩ এপ্রিল তলব করা হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রের ছেলে স্বরূপকে।

ইডি সূত্রে খবর, তাদের কাছে একটি ভিডিও ফুটেজ এসেছে যেখানে দেখা গিয়েছে আইকোরের একটি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মানস ভুঁইয়া। সেখানে তিনি কেন গিয়েছিলেন এবং তাঁর সঙ্গে সংস্থার কোনরকম আর্থিক সম্পর্ক ছিল কিনা, তা জানার জন্যই তৃণমূল কংগ্রেস প্রার্থীকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। মূলত, আইকোর প্রধান প্রয়াত অনুকূল মাইতির স্ত্রী কণিকা মাইতিকে জিজ্ঞাসাবাদ করে ইডি-র আধিকারিকরা জানতে পেরেছিলেন বেশ কয়েকটি তথ্য। সেই তথ্যের ভিত্তিতেই তৃণমূলের নেতাদের তলব করছে ইডি। সম্প্রতি, আইকোর চিটফান্ড মামলাতে নির্বাচনের আগেই রাজ্যের বিদায়ী শিক্ষা মন্ত্রী তথা বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল ইডি। সেই সময় নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় তিনি যেতে পারেননি। তবে নিজের কেন্দ্রে ভোট মিটতেই পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে তারা। 

গত ৭ এপ্রিল পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরা দিতে বলেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কিন্তু ১০ এপ্রিল বেহালা পশ্চিম কেন্দ্রে নির্বাচন হওয়ায় তিনি তখন হাজিরা দিতে পারেননি কারণ তিনি প্রচারে ব্যস্ত ছিলেন। তবে তাঁর কেন্দ্রে ভোট মিটতে ফের একবার ওই একই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে ইডি। সূত্রের খবর, মানসের মতই আইকোরের অনুষ্ঠানে দেখা গিয়েছিল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এবং অভিযোগ সংস্থার এজেন্টের বৈঠকে উপস্থিত থেকে সাধারণ মানুষকে সেখানে বিনিয়োগ করার জন্য প্রভাবিত করতেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও সম্পূর্ণ বিষয়ে পার্থের অভিমত, তিনি অন্যায় কিছু করেননি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *