পরিস্থিতি খতিয়ে দেখতে নন্দীগ্রামে কেন্দ্রের প্রতিনিধি দল, কথা বললেন স্থানীয়দের সঙ্গে

পরিস্থিতি খতিয়ে দেখতে নন্দীগ্রামে কেন্দ্রের প্রতিনিধি দল, কথা বললেন স্থানীয়দের সঙ্গে

নন্দীগ্রাম:  ভোট পরবর্তী হিংসার অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ প্রতিনিধি দল৷ শনিবার একুশের ভোটে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছয় কেন্দ্রীয় দল৷  এদিন বিকেলে নন্দীগ্রাম ১ ব্লকের হরিপুর হেলিপ্যাডে কপ্টারে করে পৌঁছায় চার সদস্যের প্রতিনিধি দল৷ এর পর নন্দীগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি  স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।

আরও পড়ুন- তবে কি ফের তৃণমূলে ফিরছেন তিনি? রাজীবের মন্তব্যে জল্পনা তুঙ্গে

ভোটের আগে থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম৷ বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক হিংসার খবর মিলেছে৷  ভোটের সময়েও চরম উত্তেজনা ছড়িয়েছিল৷ নন্দীগ্রামে অব্যাহত ভোট পরবর্তী হিংসাও৷ যার জেরেই আজ নন্দীগ্রামে যায় কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ জানা গিয়েছে, নন্দীগ্রামে পৌঁছেই প্রথমে কেন্দেমারিতে যায় কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ সেখানে আক্রান্ত মানুষদের সঙ্গে কথা বলেন তাঁরা৷ সেই সঙ্গে ছবিও তুলে নেন৷ এই ছবি সহ রিপোর্ট পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে৷

আরও পড়ুন- ভয়াবহ সাগরদত্তের ছবি, মেঝেতেই কাতরাচ্ছে রোগী, একই চ্যানেলে অক্সিজেন একাধিকের

ভোটর ফল ঘোষণার পর এই হিংসার খবর কেন পুলিশকে জানাননি তাঁরা? এদিন গ্রামবাসীদের সেই প্রশ্নও করা হয়৷ জবাবে তাঁরা জানান, ভয়ে পুলিশের কাছে যাননি তাঁরা৷ কেন্দেমারির পর সামসাবাদ, বলরামপুর, জলপাইতেও যাওয়ার কথা কেন্দ্রীয় প্রতিনিধি দলের৷ এই সকল এলাকায় নন্দীগ্রামে বিজেপি কর্মীদের ওপর হামলা ও দোকান ভোঙচুরের অভিযোগ রয়েছে৷ প্রসঙ্গত, এদিন সকালে কলকাতা থেকে প্রথম বোলপুরে যায় কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ সেখান থেকে নানুরে যান তাঁরা৷ কথা বলেন, ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে৷ এর পর পৌঁছয় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের৷ সেখানে ভোট পরবর্তী হিংসার কবলে পরা মানুষদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *