কলকাতা: একুশের ভোটের আগে হিড়িক পড়েছিল দল বদলের৷ কিন্তু ভোটের ফল বেরতে দেখা গেল তাঁদের স্কোর প্রায় ‘শূন্য’৷ শুভেন্দু অধিকারী ছাড়া উল্লেখযোগ্য কোনও নাম চোখে পড়ে না৷ কিন্তু ফল ঘোষণার পর কি ফের উল্টো স্রোত বইতে শুরু করছে? মুকুল রায়ের অবস্থান নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে৷ আর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়৷ তাঁর মন্তব্যে বাড়ল ‘ঘর ওয়াপাসির’ জল্পনা৷
আরও পড়ুন- ভয়াবহ সাগরদত্তের ছবি, মেঝেতেই কাতরাচ্ছে রোগী, একই চ্যানেলে অক্সিজেন একাধিকের
এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যতদিন বেঁচে থাকব, ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করব৷’’ তৃণমূলে থাকার সময় তিনি ছিলেন বেসুরো৷ কিন্তু বলবদলে সেই রাজীবেরই সুর নরম৷ তবে কি ফের পুরনো ঘরে ফিরতে চলেছেন রাজীব? তাঁর এই মন্তব্যে রাজনীতির আঙিনায় তুমুল জল্পনা মাথাচারা দিয়েছে৷ বিধানসভা ভোটে বাংলার মানুষ খালি হাতেই ফিরিয়েছে তাঁকে। ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বাকযুদ্ধও ছিল চোখে পরার মতো। মমতা যেমন তাঁকে গদ্দার, মীরজাফর বলে তোপ দেগেছিলেন, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও হুঙ্কার দিয়েছিলেন রাজীব। তবে এবার অন্য হাওয়া রাজনীতির অন্দরে। মান অভিমান ভুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করার কথা বললেন রাজীব।
উল্লেখ্য, ফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে দরাজ সংশাপত্র দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ এর পর থেকে তাঁদের তৃণমূলে ফেরার জল্পনাও প্রবল হয়ে ওঠে। তার পর রয়েছেন মুকুল রায়। যার মৌনতা জল্পনা উস্কেছে। এবার রাজীবের মন্তব্য। তবে কি ফের তৃণমূলে ফিরতে চলেছেন তিনি, প্রশ্ন উঠেছে। রাজীব অবশ্য সেই প্রশ্ন সুকৌশলেই এড়িয়ে গিয়েছেন। এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না বলেই সাফ জানিয়ে দিয়েছেন।
আরও পড়ুন- কোভিড রোগী ভর্তির বিলম্ব এড়াতে সংশোধিত নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের
তৃণমূলে থাকার সময় দুটি বিধানসভা ভোটেই রেকর্ড ভোটে জিতেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলবদলে সেই ডোমজুড়েই পরাজিত তিনি। একদা সতীর্থ কল্যাণ ঘোষের কাছে হারতে হয় রাজীবকে৷