হাই কোর্টের নির্দেশ পেতেই অধ্যক্ষের তলবে সাড়া, বিধানসভায় গেলেন CBI আধিকারিকেরা

হাই কোর্টের নির্দেশ পেতেই অধ্যক্ষের তলবে সাড়া, বিধানসভায় গেলেন CBI আধিকারিকেরা

কলকাতা: হাইকোর্টের নির্দেশের পরেই অধ্যক্ষের কাছে পৌঁছলেন পাঁচ সিবিআই অফিসার৷ মন্ত্রী-বিধায়ককে চার্জশিট বিতর্কে বিধানসভায় হাজিরা দিলেন তাঁরা৷ প্রসঙ্গত, অধ্যক্ষের তলবের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই ও ইডি৷ কিন্তু হাইকোর্ট জানায় এই বিষয়ে নির্দেশ দেওয়ার আগে অধ্যক্ষের সঙ্গে দেখা করতেই হবে৷ তবে সিবিআই-এর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবেন না অধ্যক্ষ৷ এই নির্দেশ পেয়েই তাঁরা বিধানসভায় ছোটেন৷ 

আরও পড়ুন- ‘রাম রাজ্য না কিলিং রাজ্য?’ লখিমপুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ মমতার

নারদ মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রকে অধ্যক্ষের অনুমতি না নিয়েই চার্জশিট দেওয়ার অভিযোগ রয়েছে সিবিআই-ইডির বিরুদ্ধে৷ আজ অধ্যক্ষের তলবে বিধানসভায় হাজিরা দেন সিবিআই-এর মোট পাঁচ আধিকারিক৷ তাঁদের মধ্যে একজন মহিলা আধিকারিকও রয়েছেন৷ আদ বেলা ১টা সিবিআই ও ইডি আধিকারিকদের ডেকে পাঠিয়েছিলেন অধ্যক্ষ৷ ইডি-র তরে এক আধিকারিক চিঠি দিয়ে যান৷ তবে সিবিআই-এর তরফে কেউ আসেননি৷

এর আগেও একবার সিবিআই ও ইডি অফিসারদের তলব করেছিলেন৷ সেবারও চিঠি দিয়ে দায়িত্ব সেরেছিলেন তাঁরা৷ সিবিআই তখন জানিয়েছিল, এই মামলায় সিবিআই-কে ডেকে পাঠানোর অধিকার অধ্যক্ষের নেই৷ এদিন তুষার মেহতা সিবিআই-এর পক্ষে সওয়ালও করেন৷ কিন্তু আদালত জানায় সিবিআই আধিকারিকদের অধ্যক্ষের কাছে হাজিরা দিতে হবে৷ এর পরই সোমবার বিকেল ৪টে নাগাদ অধ্যক্ষের ডাকে সাড়া দিয়ে বিধানসভায় হাজিরা দেন সিবিআই আধিকারিকেরা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *