তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ! আর কত দিন চলবে এই পরিস্থিতি? কী বলছে হাওয়া অফিস

তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ! আর কত দিন চলবে এই পরিস্থিতি? কী বলছে হাওয়া অফিস

c92ec47378eaecafddc860deda121d49

কলকাতা: মাথার উপর গনগনে সূর্য৷ চৈত্র সংক্রান্তিতে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ৷ শুক্রবার থেকে গরমের তীব্রতা আরও বাড়বে। রবিবার পর্যন্ত জেলায় জেলায় তাপপ্রবাহ চলবে বলে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে৷ সাতটি জেলায় রয়েছে কমলা সতর্কতা৷ এরই মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আরও এক দিন বেশি চলবে৷ দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলার কথা ঘোষণা করা হয়েছে। যদিও হাওয়া অফিসের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, তাপপ্রবাহ চলবে মঙ্গলবার পর্যন্ত। তাপপ্রবাহ চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায়। 

আরও পড়ুন- ৪০ ডিগ্রি পার কলকাতা, সল্টলেকে! বঙ্গে তাপমাত্রা ছাড়িয়েছে ৪২ ডিগ্রিও

কলকাতার পাশাপাশি তাপপ্রবাহ চলবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে। পাশাপাশি আজ, শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানেও গরম হাওয়ার দাপটে নাজেহাল হবে মানুষ। তাপপ্রবাহের কারণে আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷ 

হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ইতিমধ্যেই স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি বেশি রয়েছে। শুক্রবারও পরিস্থিতির পরিবর্তন হবে না। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে যাবে৷ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রির কাছাকাছি। তাপপ্রবাহের কারণে বাকি জেলাগুলিতেও আগামী চার-পাঁচ দিন তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। ইতিমধ্যেই ৪১ পেরিয়ে গিয়েছে বাঁকুড়ার তাপমাত্রা। পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও ৪০ পার।  হাওয়া অফিস জানাচ্ছে, পয়লা বৈশাখ পেরিয়েও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ আপাতত দেখা মিলবে না কালবৈশাখীরও।