কলকাতা: বৈশাখ মাস পড়েনি এখনও, তার আগেই আশঙ্কা মতো ৪০ ডিগ্রি তাপমাত্রা পার করে গেল কলকাতা। এদিন কলকাতা ছাড়াও সল্টলেকে এই গণ্ডি পার করেছে উষ্ণতা। দুই জায়গাতেই স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল তাপমাত্রা। এদিকে, আজও একাধিক জেলায় গরম বেড়েছে বিরাটভাবে। বুধবার মুর্শিদাবাদ জেলা শীর্ষে ছিল, আজ তাকে টপকে গিয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড়।
আরও পড়ুন: তীব্র গরম, এগিয়ে আসছে গ্রীষ্মের ছুটি, কবে থেকে বন্ধ হবে স্কুল?
হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতায় তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি আর সল্টলেকের উষ্ণতা ৪১.১ ডিগ্রি। কিন্তু সকলকে টপকে গিয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড়। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রিতে পৌঁছয়। দ্বিতীয় স্থানে থাকা বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি। পূর্বাভাস মতোই, এদিন থেকে তাপপ্রবাহের আঁচ পাওয়া গিয়েছে নানা জেলায়। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ছাড়া মেদিনীপুর এবং বর্ধমানে কমলা সতর্কতা জারি হয়েছে ইতিমধ্যে। জানান হয়েছে, দক্ষিণবঙ্গের এইসব জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”গরম থেকে বাঁচতে কী করবেন, আর কী করবেন না! Dos and don’ts during this extreme heat” width=”853″>
অন্যদিকে, তীব্র গরমের জেরে এবারও গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ সম্ভবত, ২ মে থেকে গরমের ছুটি পড়ে যাবে স্কুলগুলিতে৷ তবে কতদিন গরমের ছুটি থাকবে তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। গরম থেকে রেহাই পেতে কী করণীয় তা নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছে নবান্ন। বলা হয়েছে, শিশু এবং বয়স্ক মানুষদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। প্রচুর মানুষকে কাজে বেরোতেই হয়, তাই যারা বেরচ্ছেন তাদের বার বার জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, হালকা জামাকাপড় পরার পরামর্শও দেওয়া হয়েছে।