নন্দীগ্রামে ফের ‘জয়ী’ BJP, বয়াল নিয়ে হাইকোর্টে জোড় ধাক্কা রাজ্যের

নন্দীগ্রামে ফের ‘জয়ী’ BJP, বয়াল নিয়ে হাইকোর্টে জোড় ধাক্কা রাজ্যের

কলকাতা:  ভোটের দিন হাইভোল্টেজ নন্দীগ্রামের বয়ালের তাণ্ডব আজও টাটকা৷ এখানেই একটি বুথে দীর্ঘক্ষণ বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বয়ালের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল রাজ্য সরকার৷ সেই মামলায় ধাক্কা খেল রাজ্য৷ রাজ্যের ইস্যু করা অনাস্থা প্রস্তাবের নোটিশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট৷  

আরও পড়ুন- পাগলামির সীমা থাকা উচিত! সৌমিত্রকে ‘জোকার’, ‘অর্বাচীন’ বলে আক্রমণ দিলীপের

পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূলের প্রার্থী হয়ে বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছিলেন পবিত্র কর৷ পরে তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন৷ গত ২৮ মে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রাস্তাব দেন বিডিও৷ এই অনাস্থা প্রস্তাবের বিরোধিতা করে বিজেপি৷ পরে এই অনাস্থা প্রাস্তাবের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন পবিত্র কর৷ তাঁর অভিযোগ, এই অনাস্থা প্রস্তাবের নোটিশ বাড়ি বা অফিসে পাঠানোর কথা৷ এক্ষেত্রে তা হয়নি৷ তাছাড়া করোনা পরিস্থিতিতে বৈঠক ডাকা যায় না৷ রাজ্য সরকার নির্দেশিকা ভঙ্গ করেছে৷ 

আরও পড়ুন- আবারও প্রায় ১০০০-এর কাছাকাছি বাংলার দৈনিক সংক্রমণ, স্বস্তি সুস্থতায়

অন্যদিকে রাজ্য সরকারের যুক্ত, পবিত্রবাবুকে অফিসে পাওয়া যায়নি বলেই সেখানে নোটিশ পাঠানো সম্ভব হয়নি৷ তবে গ্রাম পঞ্চায়েতের ১০ সদস্যের মধ্যে ৮ জনই পবিত্রবাবুর বিরুদ্ধে ভোট দিয়েছেন৷ তাই তাঁর আবেদন খারিজ করার জন্য রাজ্য সরকারের তরফে পাল্টা আবেদন জানানো হয়৷ তবে রাজ্যের সেই দাবি খারিজ করে দিলেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়৷ ফলে পঞ্চায়েত প্রধান পদেই বহাল থাকবেন শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত পবিত্র কর৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + sixteen =