আবারও প্রায় ১০০০-এর কাছাকাছি বাংলার দৈনিক সংক্রমণ, স্বস্তি সুস্থতায়

আবারও প্রায় ১০০০-এর কাছাকাছি বাংলার দৈনিক সংক্রমণ, স্বস্তি সুস্থতায়

কলকাতা: বাংলার কোভিড গ্রাফ আজ আবার কিছুটা অস্বস্তি বাড়াল। গতকালের তুলনায় আজ আক্রান্তের সংখ্যা সামান্য বেড়ে প্রায় ১০০০ ছুঁইছুঁই। গত কয়েক দিন ধরেই উত্থান-পতন ঘটেছে দৈনিক আক্রান্তের সংখ্যায়। মাঝে একটু বৃদ্ধি পেলেও এখন আবার নিয়ন্ত্রণে এসে গিয়েছে দৈনিক সংক্রমণ। তবে বাড়ছে রাজ্যের সুস্থতার হার। 

আজকের বাংলার করোনা তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৯৯৫ জন। তবে সংক্রমণের নিরিখে আজ আবার উত্তর ২৪ পরগনা শীর্ষে! গত একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে এখানে, সেখানে আক্রান্ত ৯৩ জন। এরপরেই রয়েছে দার্জিলিং। সেখানে একদিনে আক্রান্ত ৮৮ জন। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, একদিনে শহরে আক্রান্ত ৮৭ জন। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৯ হাজার ২১৮ জন। এদিকে, করোনাকে হারিয়ে এক দিনে জয়ী হয়েছেন ১ হাজার ৪৯০ জন। এখনও পর্যন্ত মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৭৫ হাজার ২০৮ জন। অন্যদিকে, গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ১৭। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৮৬৭ জন। রাজ্যে সুস্থতার হার ৯৭.৭৫ শতাংশ। 

আরও পড়ুন- ‘আত্মনির্ভর ভারত নয়, লুটেরা ভারত তৈরি করেছে BJP,’ বিরোধীদের নিশানা পার্থর

এদিকে রাজ্যে করোনা বিধি নিষেধ ১৫ জুলাই পর্যন্ত বহাল রাখা হয়েছে। যদিও পরিবহণ থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো এবং লোকাল ট্রেন চালানোর ব্যাপারে এখনও সবুজ সঙ্কেত দেননি। বরং তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, ট্রেন পরিষেবা চালু হলে রাজ্যে কোভিড সংক্রমণ বেড়ে যেতে পারে। তবে ১৫ জুলাইয়ের পর কী সিদ্ধান্ত হয় সেটাই দেখার। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৮৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৯ হাজার ৫৫৭ জন। আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ২৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮১৭ জনের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *