রাত ৯টে থেকে ভোর ৫টার মধ্যে অযথা রাস্তায় বেরলেই আটক করবে পুলিশ

রাত ৯টে থেকে ভোর ৫টার মধ্যে অযথা রাস্তায় বেরলেই আটক করবে পুলিশ

কলকাতা: আগামী ১৫ দিনের জন্য রাজ্যজুড়ে কার্যত লকডাউন৷ শুধু খোলা থাকবে জরুরি পরিষেবা৷ কড়াকড়ি থাকছে রাত্রেও৷ বলা হয়েছে, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি কাজ ছাড়া কোনও ভাবেই বাইরে বেরনো যাবে না৷ এই সময় কেউ রাস্তায় অযথা ঘোরাঘুরি করলে তাঁকে আটক করতে পারে পুলিশ৷ এমনকী অভিযুক্তের বিরুদ্ধে মহামারী আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে৷ 

আরও পড়ুন- বাংলাজুড়ে ‘কার্যত’ লকডাউন, কী ভাবে হবে টিকাকরণ? চিন্তায় আমআদমি

শনিবার সাংবাদিক বৈঠক ডেকে এই কড়াকড়ির কথা ঘোষণা করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ গতবারও করোনা রুখতে দীর্ঘদিন লকডাউন জারি করা হয়েছিল৷ কিন্তু সেই সময় দেখা গিয়েছিল অনেক মানুষই লকডাউন উপেক্ষা করে রাস্তায় অযথা বেড়িয়েছিলেন৷ কিন্তু সংক্রমণের দ্বিতীয় ধাক্কা আরও বেশি ভয়াবহ রূপ নিয়েছে৷ ঝড়ের গতিতে সংক্রমণ বাড়ছে৷ এই পরিস্থিতিতে কড়া হাতেই রাশ টানতে চাইছে নবান্ন৷ সে কারণেই বলা হয়েছে, রাত ৯ থেকে ভোর ৫টা পর্যন্ত অযথা কেউ রাস্তায় বেরলে তাঁকে আটক করবে পুলিশ৷ তবে ব্যবসায়ী এবং সবজি বিক্রেতাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না৷ 

আগামী ১৫ দিন জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস, বাস, ট্রেন, মেট্রো, ট্যাক্সি, অটো৷ ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত৷ সবধরনের জমায়েতের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 8 =