রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে মমতা সরকারকে তুলোধোনা রাজ্যপালের

রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে মমতা সরকারকে তুলোধোনা রাজ্যপালের

কলকাতা:  রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় সরব রাজ্যপাল জগদীপ ধনকড়৷ নারদা কাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ও এক বিধায়কের গ্রেফতার নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল, তখন ফের টুইট করলেন রাজ্যপাল৷ 

আরও পড়ুন- CBI অফিসারদের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে চিঠি তৃণমূল মহিলা কংগ্রেসেরে

এদিন টুইট করে জগদীপ ধনকড় বলেন, পরিস্থিতি খুবই উদ্বেগজনক৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের উচিত সংবিধান ও আইনের শাসন মেনে চলা৷ পুলিশের উচিত রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা৷ দুঃখের বিষয় হল পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করছে না৷ তিনি আরও বলেন, ‘‘রাজ্যে অনাচার ও নৈরাজ্য     চলছে৷ পুলিশ এবং প্রশাসন নীরব দর্শক৷ আশা করব আপনি এই অনাচার এবং সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতার প্রতিক্রিয়া বুঝতে পারবেন৷’’
প্রসঙ্গত, রাজ্য সরকারের সঙ্গে সঙ্ঘাতে জড়িয়ে কোচবিহারের হিংসা কবলিত এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল৷ এর পর তিনি অসমের ক্যাম্পে যান৷ সেখানে আশ্রয় নেওয়া হিংসা কবলিত মানুষদের সঙ্গে দেখা করেন তিনি৷ এর পর তিনি যান শীতলকুচি৷   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =