CBI অফিসারদের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে চিঠি তৃণমূল মহিলা কংগ্রেসেরে

CBI অফিসারদের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে চিঠি তৃণমূল মহিলা কংগ্রেসেরে

6316afe1e272b124877959000b438023

কলকাতা:  রাজ্যের মন্ত্রী-বিধায়ক গ্রেফতারের ঘটনায় তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে লালবাজার পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের৷ কমিশনারকে লেখা চিঠিতে বলা হয়েছে, তৃণমূলের নেতা-মন্ত্রীদের গ্রেফতার করা সিবিআই আধিকারিক বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে৷ কারণ গোটা গ্রেফতারি প্রক্রিয়াটি বেআইনি ভাবে হয়েছে বলেই তাঁদের দাবি৷  

আরও পড়ুন- ফিরহাদ হাকিমের গ্রেফতারিতে উত্তপ্ত চেতলা, বিক্ষোভে তৃণমূল কর্মীরা

তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কলকাতা পুলিশের কাছে এই আবেদন জানিয়েছেন৷ এই আবেদন যাতে এফআইআর হিসাবে গণ্য করা হয়, সেই আর্জিও তিনি জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনারের কাছে৷ তাঁর আরও অভিযোগ, রাজ্যপাল জগদীপ ধনকড় পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন৷ তাঁকে নিয়ন্ত্রণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ৷ নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চার্জশিটে অনুমতি বা গ্রেফতারের নির্দেশ দেওয়ার অধিকার রাজ্যপালের নেই৷ সেই সঙ্গে বলা হয়েছে এই ধরনের গ্রেফতারির ক্ষেত্রে বিধানসভা স্পিকারের অনুমতি প্রয়োজন৷ এক্ষেত্রে তা মানা হয়নি৷

পাশাপাশি সিবিআই যে পক্ষপাত দুষ্ট আচরণ করছে, তার যুক্তি হিসাবে বলা হয়েছে, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের বিরুদ্ধে একই অভিযোগ থাকা সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি সিবিআই৷ এছাড়াও বলা হয়েছে প্যান্ডেমিক স্থিতিতে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম যখন দায়িত্ব নিয়ে কাজ করছেন, তখন বেআইনিভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ বেআইনি ভাবে বাকি নেতাদের তুলে আনা হয়েছে৷ ফলে সিবিআই অফিসারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *