গুয়াহাটি: কোচবিহারের পর আজ অসমের শ্রীরামপুরে রাজ্যপাল জগদীপ ধনকড়৷ সঙ্গে ছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামণিত ও অন্যান্য বিজেপি নেতারা৷ বেশ কিছু কর্মসূচি নিয়ে আজ অসমে যান তিনি৷
আরও পড়ুন- মমতার জনপ্রিয়তার কাছেই পরাজিত BJP, বিস্ফোরক বিশ্লেষণ RSS -এর
কোচবিহারের রাজনৈতিক হিংসা কবলিত এলাকার পাশাপাশি আজ অসমের ক্যাম্পে যান রাজ্যপাল৷ এই ক্যাম্পেই তৃণমূলের অত্যাচারের ঘর ছাড়া বিজেপি কর্মীরা আশ্রয় নিয়েছেন বলে দাবি৷ সেই সকল বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল৷ তাঁদের বাড়ি ফিরে আসার আবেদনও জানা৷ তাঁদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া হবে বলেও আশ্বাস্ত করেছেন তিনি৷ বিজেপি’র অভিযোগ, ২ মে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই তুফানগঞ্জের বিস্তীর্ণ এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়৷ তাঁদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়৷ তৃণমূলের ভয়ে পরিবার সহ তাঁরা অসমের ক্যাম্পে আশ্রয় নেয়৷ অসম সরকারের তরে তাঁদের আশ্রয় দেওয়া হয়৷
আরও পড়ুন- বীরভূমে সবুজ ঝড় উঠলেও বোলপুরে খাস অনুব্রতর ওয়ার্ডেই বিধ্বস্ত তৃণমূল
এদিন রাজ্যপাল ক্যাম্পে ঢোকার পর সেখানে উপস্থিত মহিলারা তাঁর পায়ে লুটিয়ে পড়েন৷ তাঁরা তাঁদের কষ্টের কথা রাজ্যপালকে জানান৷ তাঁরা যাতে দ্রুত বাড়ি ফিরতে পারেন, সেই ব্যবস্থা করার আর্জিও জানিয়েছেন৷ গতকাল মাথাভাঙা সহ কোচবিহারের বিভিন্ন এলাকা পরিদর্শনের পর রাজ্যপাল বলেছিলেন, রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এটা আগে থেকেই জানতেন৷ রাজ্যে ভোট-পরবর্তী হিংসার খবর তাঁর কাছে ছিল। কিন্তু কোচবিহারে এসে তাঁর মনে হয়েছে তিনি ভুল ছিলেন। রাজ্যপালের কথায়, ‘‘ যা ভেবেছিলাম তার থেকে আরও ভয়ানক অবস্থায় রয়েছে রাজ্য। আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে৷’’ কোচবিহারের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পরই আজ সকালে অসমে পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনকড়৷