কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা অনেকটাই সামাল দিয়ে উঠেছে দেশ৷ কিন্তু তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ঘিরে উদ্বেগ বাড়ছে৷ কোভিডের সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় উপসর্গহীন করোনা রোগীদের চিহ্নিত করতে তৃতীয় দফারয় সেন্টিনেল সার্ভে শুরু করতে চলেছে রাজ্য।
আরও পড়ুন- এবারে ভূতের আতঙ্ক খাস মালদহ মেডিকেল কলেজে
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সংক্রমনের শৃঙ্খল ভাঙতে মূলত উপসর্গহীন করোনা রোগীদের ওপর সমীক্ষা চালানো হবে৷ প্রতি জেলার একটি করে হাসপাতালে নমুনা সংগ্রহ করার জন্য ইতিমধ্যে সমস্ত জেলা স্বাস্থ্য অধিকর্তাকে নির্দেশ পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ১৬ থেকে ১৮ই অগাস্ট এই নমুনা সংগ্রহের কাজ চলবে। রাজ্যের ২৮ টি জেলায় মোট ১১ হাজারের বেশি মানুষের নমুনা সংগ্রহ করে সমীক্ষা চালানো হবে। কলকাতার আরজিকর হাসপাতালকে সেন্টিনেল সার্ভের জন্য বেছে নেওয়া হয়েছে।
একই সঙ্গে রাজ্যের সব জেলা হাসপাতালকে চিঠি দিয়ে প্রস্তুতির নির্দেশ দিয়েছে নবান্ন।
আরও পড়ুন- কথা রাখেননি পুরমন্ত্রী, হতাশ চাঁচলের বাসিন্দারা
তৃতীয় ঢেউ মোকাবিলায় জেলা হাসপাতালগুলিকে সব রকম পরিকাঠামো তৈরি রাখতে বলা হয়েছে। একই সঙ্গে কোনও ক্ষেত্রে পরিকাঠামোর অভাব থাকলে তা যেন অবিলম্বে সরকারকে জানানো হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে৷ সাধারণত হাসপাতালে চিকিৎসাধীন রোগী, যাঁদের শ্বাসকষ্ট,জ্বর বা করোনার কোনও উপসর্গ নেই, তাঁদের এই সমীক্ষায় নেওয়া হবে৷ সেন্টিনাল সার্ভের মাধ্যমে রাজ্যের ভৌগলিক এলাকা অনুযায়ী সংক্রমণের গতিবিধি এবং করোনা সংক্রমণ কতটা বিস্তৃত হয়েছে তা বোঝা সম্ভব হবে৷