কলকাতা: কেন্দ্রীয় সরকার সম্প্রতি পেট্রোল-ডিজেলের উপরে আবগারি শুল্ক কিছুটা হ্রাস করেছে৷ এর ফলে, গত ৪ তারিখ থেকে জ্বালানির দাম কিছুটা কমেছে। কিন্তু পেট্রোপণ্যের উপর কেন্দ্র এবং রাজ্যের কর পরিকাঠামোগত দিক থেকে অনেক ফারাক রয়েছে বলে অভিযোগ তৃণমূলের৷ দলের রাজ্য সভাপতি কুণাল ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্য থেকে রাজ্যগুলির তুলনায় অনেক বেশি কর সংগ্রহ করে। কর পরিকাঠামোগত দিক থেকে একটা সামঞ্জস্য আনা উচিত বলেও দাবি করেছেন তিনি।
আরও পড়ুন- সীমান্তে জওয়ানদের ফোঁটা দিল বোনেরা, অশোকনগরে ফুটে উঠল সম্প্রীতির ফোঁটা
তোপ দেগে কুণাল বলেন, কেন্দ্রীয় সরকার এইভাবে কিছুটা শুল্ক কমিয়ে আসলে নিজেদের মুখ রক্ষা করার চেষ্টা করছে৷ উল্লেখ্য কেন্দ্রীয় সরকার শুল্ক কমালেও পশ্চিমবঙ্গ সহ ১৪টি রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম কমেনি৷ সেই তালিকা প্রকাশ করেছে পেট্রোলিয়াম মন্ত্রক৷ কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক্সাইজ ডিউটি কমানোয় ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জ্বালানির দাম কমানো হয়েছে৷ অন্যদিকে, যে ১৪টি রাজ্যে পেট্রোল-ডিজেলের দামের ওপর ভ্যাট কমানো হয়নি, সেগুলি সহ কটিই বিরোধী শাসিত৷
অন্যদিকে কংগ্রেসের কটাক্ষ, বেশ কয়েকটি রাজ্যে উপনির্বাচনে বিজেপি পরাজিত৷ সেই কারণেই পেট্রোল-ডিজেলের দাম কমানো হয়েছে৷ কেন্দ্র পেট্রোল-ডিজেলের দামে ভ্যাট কমানোয় মোদী সরকারকে খোঁচা দিয়েছেন প্রিয়ঙ্কা গান্ধীও। কংগ্রেসের সাধারণ সম্পাদক ট্যুইট করে বলেন, হৃদয় থেকে নয়, এই সিদ্ধান্ত ভয় থেকে নেওয়া হয়েছে৷