সীমান্তে জওয়ানদের ফোঁটা দিল বোনেরা, অশোকনগরে ফুটে উঠল সম্প্রীতির ফোঁটা

সীমান্তে জওয়ানদের ফোঁটা দিল বোনেরা, অশোকনগরে ফুটে উঠল সম্প্রীতির ফোঁটা

অশোকনগর ও কৃষ্ণগঞ্জ: ভাইফোঁটায় সম্প্রীতির এক নতুন বার্তা দিল অশোকনগরের একটি সংস্থা৷  জাতি-ধর্মের বিভেদ ভুলে ভাইফোঁটায় অংশগ্রহণ করল হিন্দু-মুসলমান সবাই৷ শনিবার অশোকনগর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাইগাছি এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই গন ভাইফোঁটার।

মুসলমান বোনেরা ভাইফোঁটা দিল হিন্দু ভাইদের৷ হিন্দু বোনেরা ভাইফোঁটা দিল মুসলমান ভাইদের। ফলে জাতি, ধর্ম, বর্ণ মিলেমিশে উঠে এল সম্প্রীতির ছবি৷ পৃথিবী জুড়ে যে অস্বস্তিকর পরিবেশ শুরু হয়েছে তার থেকে মুক্তি পেতেই এই বার্তা দিতে চাইছেন উদ্যোক্তারা৷ তাঁদের আর্জি একটায়, বিশ্বজুড়ে বন্ধ হোক সংখ্যালঘুদের ওপর অত্যাচার। পাশাপাশি বাংলাদেশের যে ঘটনা ঘটেছে তার ও নিন্দা জানিয়েছেন তাঁরা৷ তারই প্রতিবাদে এবছর থেকে শুরু হল গণ ভাইফোঁটা৷ আগামী বছরগুলোতে তাঁরা এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখবেন বলে জানিয়েছেন৷

অন্যদিকে সীমান্তের জওয়ানদের জন্য এদিন আয়োজন করা হয়েছিল বিশেষ ভাইফোঁটার৷ কারণ, এই দিনটার জন্য সব ভাই বোনেরা অপেক্ষায় থাকে। কিন্তু যারা দিনের পর দিন ভারত মাতাকে রক্ষার্থে সীমান্তে ডিউটি করে চলেছেন, তাঁদের এই দিনটাতেও মেলে না ছুটি৷ নেওয়া হয় না বোন বা দিদির কাছ থেকে ফোঁটা৷ একইভাবে বঞ্চিত থাকেন সীমান্তে থাকা জওয়ানদের বোন কিংবা দিদিরাও৷ তাই আজ কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস বিশ্বাস ও সাংসদ জগন্নাথ সরকার উদ্যোগী হয়ে বানপুর বিএসএফ ক্যাম্পে যান৷ সেখানে তাঁদের উদ্যোগেই বিএসএফ জওয়ানদের ভাই ফোঁটা দেন এলাকার বোনেরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + seven =