কলকাতা: সকাল থেকেই তপ্ত চতুর্থ দফার ভোটের হাওয়া৷ রক্ত ঝরল শীতলকুচিতে৷ এদিন সকাল পৌনে ১০টা নাগাদ ১২৬ নম্বর বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চার জনের৷ আবার এই শীতলকুচিতেই ভোট দিয়ে ফেরার সময় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয় এক যুবকের৷ এদিকে বিকেল ৫টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৭৬.১৬ শতাংশ৷ চূড়ান্ত ভোটের হার জানা যাবে আগামীকাল৷
আরও পড়ুন- চতুর্থ দফায় অশান্ত শীতলকুচির রিপোর্ট তলব, উত্তপ্ত চুঁচুড়াও, জানালেন আরিজ আফতাব
অর্থাৎ প্রাণহানী থেকে প্রার্থীর উপর হামলা, সব মিলিয়ে অশান্ত ছিল চতুর্থ দফা৷ শীতলকুচির জোড় পাটকিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় চার জনের। সিআইএসএফ-ই গুলি চালিয়েছে বলে স্বীকার করে নিয়েছে কমিশন৷ আবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় প্রথম বার ভোট দিয়ে যাওয়া ১৮ বছরের এক তরুণের৷ তাঁর নাম আনন্দ বর্মন। তিনি বিজেপি সমর্থক বলে দাবি পরিবারের।
অন্যদিকে, দিনহাটার ভেটাগুড়িতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে৷ সেখানে তৃণমূল এজেন্টকে মারধর করে তাঁর ভাইপোকে অপহরণ করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। আবার ভোটারদের প্রভাবিত করার অভিযোগে কসবার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ’কে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস৷ তোলা হয় ‘গো ব্ল্যাক’ স্লোগান।
আবার চুঁচুড়ায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুরের খবর মিলেছে৷ বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকারের গাড়িতে হামলা করা হয়৷ ভাঙা হয় গাড়ির কাঁচ৷ আবার সংযুক্ত মোর্চার প্রার্থীকে লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো ছেটানোর অভিযোগ ওঠে যাদবপুরের গাঙ্গুলিবাগান এলাকার রায়পুর অঞ্চলে৷ অভিযোগের তির তৃণমূলের দিকে।
তবে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৬.১৬ শতাংশ৷ কোচবিহারে ৭৯.৭৩ শতাংশ, আলিপুরদুয়ারে ৭৩.৬৫ শতাংশ, দক্ষিণ ২৪ পরগণায় ৭৫.৪৯ শতাংশ, হাওড়ায় ৭৫.০৩ শতাংশ এবং হুগলিতে ৭৬.০২ শতাংশ৷