চতুর্থ দফায় অশান্ত শীতলকুচির রিপোর্ট তলব, উত্তপ্ত চুঁচুড়াও, জানালেন আরিজ আফতাব

চতুর্থ দফায় অশান্ত শীতলকুচির রিপোর্ট তলব, উত্তপ্ত চুঁচুড়াও, জানালেন আরিজ আফতাব

কলকাতা:  চতুর্থ দফায় উত্তপ্ত বঙ্গের হাওয়া৷ রক্তাক্ত হল কোচবিহার৷ বিভিন্ন প্রান্তে আক্রান্ত হলেন প্রার্থীরা৷ ভোট পর্ব মেটার পরই সাংবাদিক বৈঠক করে এদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলি তুলে ধরলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব৷ বলেন, একটি জেলায় দুটি ঘটনা বাদে মোটের উপর ভোট চতুর্থ দফা ছিল শান্তিপূর্ণ৷

আরও পড়ুন- ভোটের শেষ লগ্নে আক্রান্ত বৈশালীর কনভয়, ভাঙচুর গাড়ি

তিনি জানান, আজ মোট ২,৩৭১টি অভিযোগ জমা পড়েছে৷ আজকে বড় ঘটনার মধ্যে রয়েছে মাথাভাঙায় শীতলকুচিতে চারজনের মৃত্যু৷ তিনি বলেন, আজ সকাল ৯টা ৪৫ মিনিটে মাথাভাঙা থানার অন্তর্গত শীতলকুচির জোড় পাটকির ১২৬ নম্বর বুথের বাইরে গুলি চলেছে৷ বুথের বাইরে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়৷ এর পর আরও গ্রামবাসী সেখানে ছুটে আসেন৷ এর পরেই গুলি চলে৷ গুলিতে চারজনের মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছেন৷ জেলা শাসক ও পুলিশ সুপার (এসপি)-র কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে বলেও জানান তিনি৷ আজিজ জানান, জেলা শাসক ও এসপি এই বিষয়ে সম্পূর্ণ রিপোর্ট পাঠানোর পরই বিস্তারিত ভাবে বিষয়টি জানানো সম্ভব হবে৷ 

তিনি জানান, এছাড়াও শীতলকুচিতেই আরও একটি ঘটনা ঘটেছে৷ সকাল ৮টার সময় ২৮৫ নম্বর বুথের বাইরে পাঠান টুলিতে আনন্দ বর্মন নামে এক ব্যক্তি ভোট দিয়ে ফেরার সময় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর গুলিতে মারা যান৷ শীতলকুচি হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ সেখানে পৌঁছন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার৷ এই ঘটনায় দু’জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে৷   

এছাড়াও চুঁচুড়াতে গন্ডোগোল হয়েছে৷ এক প্রার্থীর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে৷ এই ঘটনায় মুখ্য নির্বাচনী আধিকারির ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 12 =