বালি: রক্তাক্ত বঙ্গ ভোটের চতুর্থ দফা৷ এদিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর পর থেকেই চড়ছে উত্তেজনার পারদ৷ তারই মাঝে দিনভর বিক্ষিপ্ত ঘটনার খবর মিলেছে৷ বিভিন্ন প্রান্তে আক্রান্ত হয়েছেন প্রার্থীরা৷ হামলা হয়েছে বিভিন্ন কেন্দ্র৷ আক্রান্ত হন হাওড়া বালির বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া৷
আরও পড়ুন- কোচবিহারের SP বিজেপি’র সমর্থক, ওঁনার বক্তব্যে লজ্জিত, বিস্ফোরক মমতা
এদিন বৈশালীর কনভয়ে হামলার অভিযোগ উঠে। তাঁর দাবি, আজ সকাল থেকেই লিলুয়ার একটি বুথে বারবার অভিযোগ আসছিল। অভিযোগ পেয়েই বিকেলে সেখানে যাচ্ছিলেন তিনি। যাওয়ার পথে তাঁর কনভয়ের উপর হামলা চালানো হয়। বৈশালীর গাড়ি এগিয়ে যাওয়ার পর তাঁর কনভয়ের পিছনে থাকা একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন বৈশালী ডালমিয়া। তাঁর দাবি, পরিকল্পনা করেই এই হামলা চালিয়েছে তৃণমূল৷ যদিও তাঁর অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তাঁদের পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা৷