কোচবিহারের SP বিজেপি’র সমর্থক, ওঁনার বক্তব্যে লজ্জিত, বিস্ফোরক মমতা

কোচবিহারের SP বিজেপি’র সমর্থক, ওঁনার বক্তব্যে লজ্জিত, বিস্ফোরক মমতা

f909e0c4754ef23054410dfa796b5d32

কোচবিহার:  চতুর্থ দফায় রক্তাক্ত শীতলকুচি৷ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুকে কেন্দ্র করে তুঙ্গে রাজনীতির পারদ৷ এই ঘটনায় ষড়যন্ত্রকারী হিসাবে অমিত শাহকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সঙ্গে তীব্র নিন্দা করলেন এসপি’র৷  

আরও পড়ুন- অমিত শাহের চক্রান্তেই রক্তাক্ত শীতলকুচি, স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দাবি মমতার

এদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, কয়েকজনকে বাদ দিয়ে প্রায় সকলকে বদল করা হয়েছে৷ নির্বাচন কমিশনই এখানে এসপিকে নিয়োগ করেছে৷ উনি জেলার এ, বি, সি, ডি পর্যন্ত জানেন না। অথচ উনি জেলার এসপি হয়ে গেলেন৷ ভোটের মাত্র একজন আগে কাউকে এসপি, কাউকে ডিএম করা হচ্ছে৷ কাইউকে আবার আইসি পদে বসানো হচ্ছে৷ তাঁরা তো এলাকাটাও ঠিক মতো চেনন না৷ শুধুমাত্র বিজেপি’কে সাহায্য করার জন্য এটা করা হচ্ছে৷ এবং আজ এসপি যা বলেছেন তাতে আমি লজ্জিত৷ তীব্র নিন্দা জানাচ্ছি৷ ওঁনাকে অফিসিয়ালি অ্যাপয়েন্ট করা হলেও উনি বিজেপি’র এসপি৷ উনি বিজেপি’র সমর্থক৷ তবে তিনি জানান, তাঁর হাতে ফের ক্ষমতা ফিরলেই ঘটনার তদন্ত হবে৷ সিআইডি আসল সত্যটা খুঁজে বার করবে৷ 

আরও পড়ুন- রক্তাক্ত শীতলকুচি, শ্মশানের নীরবতা ১২৬ নম্বর বুথে! স্থগিত ভোট

প্রসঙ্গত এদিন শীতলকুচির ঘটনায় এসপি বলেন, হঠাৎ গুলি চালানো কখনো হয় না৷ তার আগে কিছু জিনিস খেয়াল রাখতে হয়। আজ যেহেতু নির্বাচন চলছে তাই অতিরিক্ত সতর্কতা ছিল৷ নিজেদের আত্মরক্ষা ও তার সঙ্গে ভোট সামগ্রী লুটের উপক্রম হওয়ায় এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, রাইফেল ছিনতাই এবং ভোট সামগ্রী ছিনতাইয়ের মতো ঘটনার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই কারণেই গুলি চালানো হয়েছে। যদিও তিনি জানিয়েছেন এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *