ভোট পরবর্তী হিংসা, আজই বঙ্গে শাহী মন্ত্রকের ৪ সদস্যের প্রতিনিধ দল

ভোট পরবর্তী হিংসা, আজই বঙ্গে শাহী মন্ত্রকের ৪ সদস্যের প্রতিনিধ দল

কলকাতা:  ভোট পরবর্তী হিংসার আগুনে পুড়ছে বাংলা৷ ঘটনার তদন্তে আজই রাজ্যে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুসন্ধানকারী চার সদস্যের দল৷ জানা গিয়েছে,  স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে চার সদস্যের এই দল গঠন করা হয়েছে। ইতিমধ্যে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। পশ্চিমবঙ্গে আসার পর রাজ্যের বিভিন্ন জায়াগায় যাবেন তাঁরা৷ পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরে রিপোর্ট জমা দেবেন তাঁরা।

আরও পড়ুন- আজ থেকে বিধানসভায় শুরু শপথগ্রহণ পর্ব, তালিকায় গুচ্ছ তারকা

 প্রসঙ্গত, এর আগেই ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে হুঁশিয়ার করেছেন অমিত শাহ৷ ভোচ পরবর্তী হিংসা নিয়ে রিপোর্টও তলব করে স্বরাষ্ট্র মন্ত্রক৷ কেন্দ্রের পাঠানো চিঠিতে কার্যত হুঁশিয়ারির সুর৷ সেখানে বলা হয়, ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যে হিংসার খবর মিলছে৷ এই ঘটনায় রিপোর্ট তলব করা হলেও এখনও সদুত্তর মেলেনি৷ এর থেকেই বোঝা যায় হিংসা দমনে কোনও পদক্ষেপ নেয়নি নবান্ন৷ দ্রুত রিপোর্ট পাঠানো না হলে কেন্দ্রের তরফে কড়া পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়৷ সম্ভবত, এই বিষয়ে আজই কেন্দ্রকে পাল্টা চিঠি পাঠাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, ওই চিঠিতে উল্লেখ করা হবে হিংসার ঘটনা যখন ঘটেছিল, তখন তৃণমূলের হাতে ক্ষমতা ছিল না৷ আইন-শৃঙ্খলার দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের হাতে৷ 

আরও পড়ুন- সাসপেন্ড কোচবিহারের SP, নিরাপত্তা অধিকর্তা পদে ফিরলেন বিবেক সহায়

উল্লেখ্য, ২ মে ভোটের ফল ঘোষণার পরই রাজ্যে একাধিক জায়গায় তাঁদের দলের কর্মীদের উপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি। বেশ কয়েকজনকে খুন করা হয়েছে বলেও অভিযোগ গেরুয়া শিবিরের। এই অভিযোগের ভিত্তিতেই সোমবারই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল বিজেপির প্রতিনিধি দল। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 8 =