আজ থেকে বিধানসভায় শুরু শপথগ্রহণ পর্ব, তালিকায় গুচ্ছ তারকা

আজ থেকে বিধানসভায় শুরু শপথগ্রহণ পর্ব, তালিকায় গুচ্ছ তারকা

কলকাতা:  আজ ও কাল নব নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ৷ বিধানসভায় আজ দু’দফায় শপথ নেবেন ১৪৩ জন বিধায়ক৷ বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হবে প্রথম দফা শপথগ্রহণ৷ বেলা ২টা থেকে শুরু হবে দ্বিতীয় দফা৷ সকালে ১১টা থেকে ১টা পর্যন্ত শপথ নেবেন ৭৪ জন বিধায়ক৷ দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত চলবে দ্বিতীয়দফার শপথগ্রহণ৷ আগামীকালও দু’দফায় শপথগ্রহণ হবে৷ শপথ নেবেন ১৪৮ জন নব নির্বাচিত বিধায়ক৷

আরও পড়ুন- সাসপেন্ড কোচবিহারের SP, নিরাপত্তা অধিকর্তা পদে ফিরলেন বিবেক সহায়

বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়৷ শনিবার একদিনের জন্য বসবে অধিবেশন৷ উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং কলকাতার বিধায়করা প্রথম পর্বে শপথ নেবেন৷ এবং দ্বিতীয় পর্বে শপথ নেবেন মোট ৬৯ জন বিধায়ক৷ শপথ নেবেন হাওড়া, হুগলী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিধায়করা৷ একইভাবে আগামীকালও দু’দফায় হবে শপথগ্রহণ৷ আজ ও কাল মোট ২৯১ জন বিধায়ক শপথগ্রহণ করবেন৷ কারণ ২টি কেন্দ্রে এখনও ভোট হয়নি৷ খড়দা কেন্দ্রের প্রার্থী জয়ী হলেও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর৷ শপথ নেওয়ার পর নব নির্বাচিত বিধায়করাই স্পিকার নির্বাচন করবেন৷ ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে বিদায়ী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কেই স্পিকার পদে মনোনিত করা হয়েছে৷ শনিবার নয়া স্পিকার হিসাবে ফের তাঁকে নির্বাচিত করা হবে৷ সে কারণেই একদিনের জন্য স্বল্পকালীন অধিবেশন ডাকা হয়েছে৷ 

আরও পড়ুন- গণনায় কারচুপি! ‘ব্যর্থ’ কমিশনকে ‘দুষে’ আদালতে যাওয়ার হুমকি শুভেন্দুর

তারকা সদস্যদের মধ্যে আজ শপথ নেবেন তৃণমূল কংগ্রেসের রাজচক্রবর্তী, অদিতি মুন্সি, চিরঞ্জিত চক্রবর্তী, লাভলি মৈত্র, মনোজ তিওয়ারি, বিদেশ বসু, কাঞ্চন মল্লিক, সোহম চক্রবর্তী, জুন মালিয়া এবং বীরবাহা হাঁসদা। অন্যদিকে তারকা বিধায়কের তালিকায় রয়েছেন বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায় এবং অশোক দিন্দা।

উল্লেখ্য, গতকাল তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করার রাজ্যপাল জগদীপ ধনকড়৷ উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, দেব, শতাব্দী সহ তৃণমূলের একাধিক নেতা৷ তবে উপস্থিত ছিলেন না কোনও বাম নেতা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + thirteen =