ফুচকা খাওয়াচ্ছে রোবট! এদেশেরই ঘটনা, দেখেছেন সেই ভিডিয়ো?

ফুচকা খাওয়াচ্ছে রোবট! এদেশেরই ঘটনা, দেখেছেন সেই ভিডিয়ো?

কলকাতা:  নানা জনের নানা কীর্তি হামেশাই ভাইরাল হয় নেট পাড়ায়৷ কেউ ভাইরাল কনের সাজে বাইক চালিয়ে, কেউ বা মণ্ডপে ঘুমিয়ে৷ কেউ আবার ভয়ঙ্কর৷ আস্ত অজগর সাপকে চুমু খেয়ে হন ভাইরাল৷ কেউ আবার নানচাকু দিয়ে মাথায় বসানো নারকেল পর পর ফাটিয়ে তুলেছেন গিনেস বুকে নাম৷ সম্প্রতি একটি ভিডিয়ো নেটপাড়ায় বেশ শোরগোল ফেলেছে৷ যা আর পাঁচটা ভাইরাল হওয়া ভিডিয়ো থেকে অনেকটাই আলাদা৷ এখানে রয়েছে বিশেষ এক চমক৷  কারণ এই ভিডিয়োটি একটি রোবটের। এই বোরটটি রয়েছে বেঙ্গালুরুর একটি নামী ক্রিপ্টো-কারেন্সি সংস্থার অফিসে।

আরও পড়ুন- কারণ জানতে সময় লাগবে, সেতু বিপর্যয় ইস্যুতে স্পষ্ট বললেন প্রধানমন্ত্রী

কী কাণ্ড ঘটিয়ে ভাইরাল হল রোবটটি? ভাইরাল ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে অফিসের কর্মীদের খাবার সার্ভ করছে সে৷ একের পর এক কর্মীদের সুস্বাদু খাবার সার্ভ করছে এই যন্ত্র মানব। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলেছে। ভিডিয়োটি শেয়ার করেছেন কয়েন সুইচ কুবের (CoinSwitch Kuber)-এর ডিরেক্টর ও এডিটর-ইন-চিফ অঙ্কিত ভেঙ্গুরলেকর।  সামাজিক মাধ্যম Linkedin-এ এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানে অঙ্কিত লিখেছেন, “আপনার অফিসে কী ফুড রোবট আছে? কয়েনসুইচ কুবের-এ আছে।’’ রোবটটি দারুণ সুস্বাদু খাবার পরিবেশন করে বলেও জানান তিনি। তবে শুধু ভারতীয় খাবার নয়, বিভিন্ন ধরণের খাবার সার্ভ করতে পারে সে৷ 

ভিডিয়োটি শেয়ার হতেই তা ঝড়ের গতিতে ভাইরাল৷ রোবটের হাতে খাবার খেতে উৎসাহী বেশ কিছু নেটিজেন। কেউ কেউ তো ভেঙ্গুরলেকরকে প্রশ্নই করে বসেছেন, ‘‘আপনারা কী বাইরের লোকজনকে অফিসে ঢুকতে দেন?” কয়েনসুইচ-এর এই রোবট দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। একজন যন্ত্রমানব খাবার পরিবেশন করছে দেখে তারা দারুণ উৎসাহ প্রকাশ করেছেন৷ কেউ কেউ তো আবার তার কায়দায় ফিদা৷ যে ভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে রোবটটি খাবার সার্ভ করছে, তা দেখে মুগ্ধ নেটাগরিকরা৷

প্রসঙ্গত, ২০১৭ সালে বেঙ্গালুরুতে ক্রিপ্টোকারেন্সির এই সংস্থাটি পাখা মেলে। ওই সংস্থায় এই রোবট দেশভর সারা ফেলেছে৷ খাবার সার্ভ করা রোবটটির নাম রাখা হয়েছে ‘Restro from future’। আগামী দিনে বিভিন্ন অফিস ও রেস্তোরায় এহেন আরও কিছু রোবটের দেখা মিলবে বলেই আশাবাদী নেটিজেনরা।