ভোটের স্লিপ ছেঁড়ার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, স্কুটার নিয়ে তাড়া করলেন ফিরহাদ

ভোটের স্লিপ ছেঁড়ার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, স্কুটার নিয়ে তাড়া করলেন ফিরহাদ

কলকাতা:  কলকাতা বন্দর এলাকায় কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূলের ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ৷ আর অভিযোগ পেয়েই স্কুটার নিয়ে তাড়া করলেন খোদ বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিম৷ 

আরও পড়ুন- শিক্ষায় কার দৌড় কতদূর? দেখুন সপ্তম দফায় প্রার্থীদের খুঁটিনাটি বিষয়!

কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে পশ্চিম বন্দর থানা এলাকায় ভোটার স্লিপ ছেঁড়া নিয়ে উত্তেজনা ছড়ায়৷ এই কেন্দ্রে প্রার্থী ফিরহাদ (ববি) হাকিম৷ এদিন গার্ডেন রিচে কংগ্রেসের বিরুদ্ধে ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ পেয়েই স্কুটার নিয়ে তাড়া করেন ববি৷ এই বিষয়ে পুলিশ অফিসারদেরও দৃষ্টি আকর্ষণ করেন তিনি৷ বিদায়ী পুরমন্ত্রী বলেন, অভিযোগ খুব গুরুতর নয়৷ তবে অযথা উস্কানি দেওয়া হচ্ছে৷ পাড়ার ছেলেরা ভোট দিতে বেরলেই তাঁদের কাছ থেকে স্লিপ চাওয়া হচ্ছে৷ যেই আমার স্লিপ দেখছে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে৷ তার পরেই থাপ্পর মারছে৷ বেরচ্ছিস কেন, এ কথা বলেই মারা হচ্ছে৷ এখানে কংগ্রেস প্রার্থী নিজে এই কাণ্ড করছেন৷ তিনি বলেন, আমি ওখানে গিয়ে পুলিশকে জানাই৷ কেউ বেআইনি কাজ করলে দেখবে পুলিশ৷ কিন্তু প্রার্থী কেন স্লিপ দেখতে চাইবে? এখন প্রার্থীর প্রচারের কাজ নয়৷ বুথে গিয়ে পোলিং এজেন্টরা ঠিকমতো কাজ করছে কিনা সেটা দেখা৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 14 =