শিক্ষায় কার দৌড় কতদূর? দেখুন সপ্তম দফায় প্রার্থীদের খুঁটিনাটি বিষয়!

শিক্ষায় কার দৌড় কতদূর? দেখুন সপ্তম দফায় প্রার্থীদের খুঁটিনাটি বিষয়!

38ee11eef44ea8f55fb644e0e852c5d9

 

কলকাতা: রাজ্যজুড়ে শুরু হয়েছে সপ্তম দফার বিধানসভা নির্বাচন। সোমবার সকাল থেকেই ভোটগ্রহণপর্ব চলছে ৫টি জেলার ৩৪টি কেন্দ্রে। প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮৪ জন প্রার্থী। লড়াই হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি, মালদহ জেলার ৬টি, মুর্শিদাবাদের ৯টি, কলকাতার দক্ষিণের ৪টি ও পশ্চিম বর্ধমানের ৯টি বিধানসভা কেন্দ্রে। দুটি কেন্দ্রের প্রার্থী করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় বাতিল হয়েছে ওই দুই কেন্দ্রের ভোটগ্রহণ। তবে খুব শিগগিরই ওই দুই কেন্দ্রেও হবে ভোট গ্রহণ। তাহলে এক ঝলকে দেখে নেওয়া যাক সপ্তম দফার নির্বাচনের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা-সহ অন্যান্য বিষয়গুলি।

সোমবার সকাল থেকে সপ্তম দফার নির্বাচনে ভোট যুদ্ধের ময়দানে নেমেছেন মোট ২৮৪ জন প্রার্থী। তারা নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দিয়ে নিজেদের বিষয় যা যা জানিয়েছেন তার ওপর ভিত্তি করে একটি রিপোর্ট তৈরি করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। সেই রিপোর্ট অনুযায়ী, ২৮৪ জন প্রার্থীর মধ্যে ১৪৩ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ৫ম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে। ১৩৪ জন প্রার্থীর স্নাতক বা তার বেশি ডিগ্রি রয়েছে। ৬ জন প্রার্থীর রয়েছে ডিপ্লোমা ডিগ্রী। মাত্র ১ জন শুধুমাত্র স্বাক্ষর প্রার্থী রয়েছেন এই দফার নির্বাচনে।

সপ্তম দফার ভোট গ্রহণে ৩৬টি বিধানসভা কেন্দ্রের মোট ২৮৪ জন প্রার্থী ভোটের মহাযুদ্ধে নেমেছেন। এই ২৮৪ জন প্রার্থীর মধ্যে ৯৮ জন প্রার্থীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। ৪১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে রয়েছেন সবচেয়ে বেশি ১৩৯ জন প্রার্থী। আবার ৪৭ জন প্রার্থীর বয়স ৬১ থেকে ৮০ বছরের মধ্যে। এছাড়াও সপ্তম দফার নির্বাচনে অংশগ্রহণকারী ২৮৪ জন প্রার্থীর মধ্যে মাত্র ৩৭ জন (১৩ শতাংশ) মহিলা প্রার্থী রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *