বজবজে চটকলে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন

বজবজে চটকলে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন

বজবজ: বজবজের চটকলে বিধ্বংসী আগুন। সোমবার বিকেল ৪টা ৪৫ মিনিট নাগাদ ওই চটকলে আগুন লেগে যায়৷ এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷  ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছে দমকল বাহিনী। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন৷ এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

আরও পড়ুন- প্রণবপুত্র নন, সাগরদিঘির তৃণমূল প্রার্থী হলেন ইনি

এই ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ ওই জুটমিলের ভিতর থরে থকে পাট রাখা ছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সময় চটকলের ভিতরে কেউ ছিলেন না। ফলে প্রাণহানির কোনও আশঙ্কা নেই বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে কী কারণে চটকলের ভিতরে আগুন লাগল, তা এখনও জানা যায়নি৷  আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও৷ শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেই প্রাথমিক ভাবে অনুমান৷ জানা গিয়েছে, চট কলে দাহ্যবস্তু থাকায় অল্প সময়ের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে কারখানার বিভিন্ন অংশ। বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন চটকলের কর্মীরা।