ভোট মিটতেই হিংসা! হামলার শিকার বাম প্রার্থী সুশান্ত ঘোষের নির্বাচনী এজেন্টের স্ত্রী, বোন

ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে শাসকদলের বিরুদ্ধে

গড়বেতা: পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় মিটেছে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব। এবারের নির্বাচনে তৃণমূল বিজেপির দ্বন্দ্বের মাঝে তৃতীয় দল হিসেবে সংযুক্ত মোর্চাকে যাঁরা ঘন ঘন খবরের শিরোনামে তুলে আনছেন তাঁদের মধ্যে বাম প্রার্থী সুশান্ত ঘোষের নাম থাকবে প্রথম সারিতেই। গড়বেতায় তাঁর এলাকায় ভোট মিটতেই ফের এল অশান্তির খবর। 

সুশান্ত ঘোষের নির্বাচনী এজেন্টের বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। এই ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে বাম শিবির। শনিবার প্রথম দফাতেই সম্পন্ন হয়েছে ওই কেন্দ্রের ভোটগ্রহণ পর্ব। আর ভোট মিটতেই এই হিংসার বহিঃপ্রকাশ রীতিমতো উদ্বেগজনক বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মফল।

ঠিক কী ঘটেছে? জানা গেছে, গড়বেতা বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী সুশান্ত ঘোষের নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন বাম নেতা সবুজ শেখ। এদিন তাঁরই উদ্দেশ্যে তাঁর বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয়। কিন্তু ঘটনাচক্রে সবুজ শেখ সেসময় বাড়ি ছিলেন না, ফলে তাঁর পরিবারের লোকজনের উপরেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বামেদের। দুষ্কৃতীরা স্থানীয় তৃণমূল কংগ্রেস সমর্থক হিসেবে পরিচিত, দাবি করেছেন সুশান্ত ঘোষ।

আরও পড়ুন- “রোদে ঘুরে কাজ করি, তাই করোনা হবে না”, দাবি বিজেপি প্রার্থীর

এদিন রাজনৈতিক হিংসায় আহত হয়েছেন সবুজ শেখের স্ত্রী সালমা ইয়াসমিন এবং বোন সাবিনা খাতুন। তৃণমূল সমর্থকরা তাঁদের শ্লীলতাহানি করেছেন বলেও অভিযোগ তোলা হয়েছে দলের তরফে।আহতদের প্রথমে দ্বারিগোড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের স্থানান্তরিত করা হয়। যদিও সমস্ত অভিযোগই নস্যাৎ করে দিয়েছে শাসকদল। সিপিআইএম নেতৃত্বের তরফে এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গড়বেতা থানায়। শুরু হয়েছে তদন্তও। 

উল্লেখ্য, শালবনি বিধানসভার আধাঁরনয়ন হাইস্কুলের বুথে এজেন্ট ছিলেন বাম কর্মী সবুজ শেখ। সুশান্ত ঘোষের বিধানসভা কেন্দ্রে প্রথম দফাতেই ছড়িয়েছিল রাজনৈতিক উত্তাপের আঁচ। বিভিন্ন বুথে বাম এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না বলেও দাবি উঠেছিল। কিন্তু বাম শিবিরের দাপুটে নেতা সুশান্ত ঘোষের তেজের সঙ্গে পেরে ওঠেনি কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − five =