“রোদে ঘুরে কাজ করি, তাই করোনা হবে না”, দাবি বিজেপি প্রার্থীর

এবার মধ্যমগ্রামের বিজেপি প্রার্থী হয়েছেন রাজশ্রী রাজবংশী

মধ্যমগ্রাম: প্রথম পর্যায়ে দাপট দেখানোর পর খানিক বিরাম নিয়েছিল করোনা ভাইরাস। কিন্তু ভ্যাকসিন আবিষ্কারের পরেও মারণ এই ভাইরাস থেকে পুরোপুরি স্বস্তি মেলেনি। ভারতেও যথারীতি শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ভাইরাস নিয়ে উদ্বেগের মাঝেই ভোটের আবহে আজব দাবি করে বসলেন গেরুয়া প্রার্থী। 

রোদের তাপ করোনাকে কাবু করতে পারে, এদিন এমনটাই জানিয়েছেন মধ্যমগ্রামের বিজেপি প্রার্থী রাজশ্রী রাজবংশী। সোমবার বেলার দিকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিতে যান তিনি। সঙ্গে ছিলেন তাঁর দলের কর্মী সমর্থকরা। তখনই করোনা নিয়ে নিজের এই মতামত জানান তিনি। করোনা সম্পর্কে এযাবৎ বহু বিজ্ঞানী বহু মন্তব্য,মতামত ব্যক্ত করেছেন, কিন্তু এখনও পর্যন্ত সূর্যের তাপের সঙ্গে এই ভাইরাসের কোনোরকম যোগের কথা শোনা যায়নি কোনো মহল থেকেই। ফলে মধ্যমগ্রামের গেরুয়া প্রার্থীর মন্তব্য আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। এমনকি কোথাও কোথাও হাসির খোরাকও হয়েছেন তিনি। 

আরও পড়ুন- মদন মিত্রের সঙ্গে দোল! বিতর্ক থামাতে ফেসবুকে মুখ খুললেন গেরুয়া পায়েল

ঠিক কী বলেছেন রাজশ্রী রাজবংশী? এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে তিনি বলেন, “আমরা এখন রোদের মধ্যে রয়েছি। আর একটি ন্যূনতম তাপমাত্রার পরেই ভাইরাস থাকে না। ফলে এখানে কারোর করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। আমারও না। ” এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, “সারাদিন আমাকে গরমের মধ্যে কাজ করতে হয়, তাই আমার মনে হয় না আমার করোনা হবে। বাড়িতে গিয়ে আমি গরম জলে স্নান করি। এতদিন প্রচার করছি, এখনও কারোর কোনো সমস্যা হয়নি।”

বস্তুত, গত বছরের দীর্ঘ সময় ধরে যে অতিমারী পরিস্থিতির সাক্ষী থেকেছে মানুষ, তাতে করোনা ভাইরাস নিয়ে নানা মহলে তৈরি হয়েছে নানা ধারণা। কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীদের তরফ থেকে বারবার করোনা সংক্রান্ত যে সমস্ত দাবি এসেছে, তা নিয়ে লেগেই রয়েছে বিতর্ক। ‘গোমূত্র খেলে করোনা সারবে’ থেকে শুরু করে করোনাকালে থালা বাজানোর নির্দেশ, বিতর্ক পিছু ছাড়েনি বিজেপির। এদিন মধ্যমগ্রামের গেরুয়া প্রার্থীও সেই একই পথে হাঁটলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 12 =