তৃণমূল নেতার বাড়িতে EVM! রিপোর্ট তলব কমিশনের, সাফাই দিলেন সেক্টর অফিসার

তৃণমূল নেতার বাড়িতে EVM! রিপোর্ট তলব কমিশনের, সাফাই দিলেন সেক্টর অফিসার

58ec9d53f6dfaa7c84dece938220ff05

উলুবেড়িয়া: হাওড়ার উলুবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়ি থেকে ইভিএম মেশিন উদ্ধারকে কেন্দ্র করে জল গড়াল বহুদূর৷ এই ঘটনায় রিপোর্ট তলব করল ডেপুটি ইলেকশন কমিশন সুদীপ জৈন৷ 

আরও পড়ুন- বারুইপুরে রাতভর TMC-র তাণ্ডব, ধান খেতে লুকিয়ে বাঁচাল বিজেপি সমর্থক

তৃণমূল কর্মীর বাড়িতে সেক্টর অফিসার নিজে চারটি ইভিএম নিয়ে পৌঁছনোর পরই অশান্তির সূত্রপাত৷ এই ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন৷ এই ঘটনায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে৷ ডেপুটি ইলেকশন কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন৷ পাশাপাশি সেক্টর পুলিশ অফিসারদের ভূমিকা সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে৷ মনে করা হচ্ছে সিভিল প্রশাসনের সেক্টর অফিসারকে যেমন সাসপেন্ড করা হয়েছে৷ তেমনই পুলিশের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে কমিশন৷ কারণ বলা হচ্ছে, এই ঘটনায় পুলিশের উপরেও সমান দায়িত্ব বর্তায়৷  ইভিএম মেশিন কেন তৃণমূল কর্মীর বাড়িতে নিয়ে যাওয়া হল, কেন এটা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হবে? প্রশ্ন উঠেছে৷ তাই পুলিশের বিরুদ্ধেও পদক্ষেপ করা হতে পারে বলে আশঙ্কা৷ আপাতত সুদীপ জৈনের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে৷ 

আরও পড়ুন- মমতা ২ ঘণ্টা বুথে বসতে পারলে আমি পারব না কেন? ধর্নায় প্রার্থী

এই ঘটনা প্রসঙ্গে সেক্টর অফিসার বলেন, সকাল থেকে সেক্টরকে কাজ করছিলাম৷ রাত আড়াইটের সময় সেক্টরে গিয়ে দেখি সেখানে তালা ঝুলছে৷ সব বন্ধ হয়ে গিয়েছে৷ সেই সময় এক অ্যাসিন্ট্যান্ট সেক্টর অফিসার বলেন, আমার এক আত্মীয়ের বাড়ি আছে৷ সেখানে গিয়ে বিশ্রাম নিতে পারেন৷ সেকারণেই সেখানে যান৷ তবে এই কাজ করে অপরাধ করেছেন বলেও স্বীকার করে নেন৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *