বারুইপুরে রাতভর TMC-র তাণ্ডব, ধান খেতে লুকিয়ে বাঁচাল বিজেপি সমর্থক

বারুইপুরে রাতভর TMC-র তাণ্ডব, ধান খেতে লুকিয়ে বাঁচাল বিজেপি সমর্থক

বারুইপুর: বারুইপুর পূর্বের দক্ষিণ বেলেগাছিতে তাণ্ডব৷ গতকাল সন্ধের পর থেকে তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকদের হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ৷  ভোট দিতে গেলে ‘খেলা হবে’ বলে তাঁদের হুমকি দেওয়া হয়৷ 

আরও পড়ুন- মমতা ২ ঘণ্টা বুথে বসতে পারলে আমি পারব না কেন? ধর্নায় প্রার্থী

এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা৷ এক যুবতী বলেন, গতকাল রাতে আমাদের বাড়িতে তৃণমূলের ছেলেরা হামলা করে৷ তারা গুণ্ডাবাহিনী নিয়ে এসেছিল৷ আমরা বাবাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়৷ তাঁকে এমনভাবে তাড়া করা হয়ে যে উনি ধানখেতে গিয়ে লুকিয়েছিলেন৷ ভোরবেলা আমি আর আমার মা গিয়ে বাবাকে উদ্ধার করে আনি৷ আমার দাদাকেও ছাড়েনি৷ জ্যাঠাকেও মারধর করা হয়েছে৷ অপর এক মহিলা বলেন, কালকে যে ভাবে মারধর করে গিয়েছে, তারপর আর ভোট দেওয়ার সাহস নেই৷ সেই কারণেই কেউ ভোট দিতে যাচ্ছে না৷ তিনি জানান, তাঁদের রীতিমতো হুমকি দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, বুথে দেখতে পেলে হাত-পা কেটে ফেলে রাখব৷  

প্রসঙ্গত, বারুইপুর তৃণমূলের শক্ত দূর্গ বলেই পরিচিত৷ কিন্তু এখানে ভোট দিতে গিয়ে কার্যত জীবন সংশয় দেখা দিয়েছে৷ গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব কোনও ভাবেই হিংসা মুক্ত হতে পারছে না৷ এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পরেই গ্রামে ঢোকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷  এর পর গ্রামের মানুষ ভোট দিতে যান৷ তবে অভিযোগ, গতকাল থেকে বারবার ফোন করেও পুলিশের সাহায্য মেলেনি৷ তাঁই ভোট দিতে এলেও গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সন্ধের পর কী হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + sixteen =