উড়ন্ত বিমানে পাইলটের হার্ট অ্যাটাক, জরুরি অবতরণ বিমানের

উড়ন্ত বিমানে পাইলটের হার্ট অ্যাটাক, জরুরি অবতরণ বিমানের

নাগপুর:  মাঝ আকাশে উড়ন্ত বিমানে পাইলটের হার্ট অ্যাটাক৷ নাগপুরে জরুরি অবতরণ করল বাংলাদেশের বিমান৷ মাসকট থেকে ঢাকা যাচ্ছিল বিমানটি৷ মাঝ আকাশেই হৃদরোগে আক্রান্ত হন বিমান চালক৷

আরও পড়ুন- জইশ জঙ্গিরা মুক্ত কাবুলে, প্রশিক্ষণে মাসুদ! ভারতে হামলার ছক

জানা গিয়েছে, এদিন সকাল ১১টা ৪০ নাগাদ কলকাতা এটিসি’র সঙ্গে যোগাযোগ করা হয়৷ জানানো হয়, মাসকট থেকে ঢাকাগামী বিমানের চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন৷ বিমানটি তখন ছত্তিশগড়ের রায়পুরের কাছে৷  মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত হন পাইটল৷ এদিকে খবর পেয়েই কলকাতা এটিসি বিমানটির লোকেশন দেখে জরুরি অবতরণের পরামর্শ দেয়৷ এর পরেই নাগপুরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে৷ বিমানের যাত্রীরা সকলে সুস্থ ও সুরক্ষিত আছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ৷ এদিকে জরুরি অবতরণের পরেই ওই পাইলটকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসা চলছে তাঁর৷

 
ভারতের আকাশ দিয়ে বাংলাদেশের বিমান চলাচল করলেও বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল শুরু হয়নি ভারতের৷ বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর এক আধিকারিক জানান, এখনও পর্যন্ত  ভারতের কাছ থেকে বিমান চলাচলের অনুমতি পাওয়া যায়নি৷ তিনি জানান, বিমান চালানো নিয়ে চুক্তি হলেই নতুন করে দিন ঘোষণা করা হবে৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − six =