জলপাইগুড়ি: মর্মান্তক! এক মাধ্যমিক পরীক্ষার্থীকা পিষে মারল বুনো হাতি৷ বৃহস্পতিবার জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ পরীক্ষা দিতে যাওয়ার সময় ওই পরীক্ষার্থীর উপর হামলা চালায় একটি দলছুট হাতি। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় তার৷
আরও পড়ুন- এই দুই স্টেশনের মাঝে দূরত্ব মাত্র ১ সেকেন্ডের! রয়েছে খাস কলকাতাতেই, অবাক হচ্ছেন তো?
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাবার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিলেন অর্জুন দাস নামে এক পরীক্ষার্থী। আজ থেকেই শুরু হচ্ছে প্রথম ভাষা পরীক্ষা৷ সেই সময় জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায়ঢুকে পড়ে হামলা চালায় দলছুট একটি দাঁতাল। হাতির হামলার মুখে পড়ে গুরুতর জখম হয় অর্জুন। তড়িঘড়ি অর্জুনকে নিয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ছোটে তার পরিবারের সদস্যেরা। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। খবর পেয়েই হাসপাতালে পৌঁছন বনকর্মী এবং পুলিশকর্মীরা।
এই নিয়ে বৈকুণ্ঠপুর ডিভিশনের ডিএফও হরি কৃষ্ণণ বলেন, ‘‘বাইক চালিয়ে ছেলেকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন অর্জুনের বাবা। ছেলেটি মাধ্যমিক পরীক্ষার্থী। টাকিমারি এলাকা দিয়ে যাওয়ার সময়ই হঠাৎ করে হামলা চালায় দলছুট হাতি৷ ছেলেকে ছেড়ে পালিয়ে যায় বাবা। হাতির আক্রমণের মুখে পড়ে মৃত্যু হয় ছেলের।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>